সৌর বলয়ে অন্য রকম সূর্য

বাগেহাটের শরণখোলার আকাশে দেখা গেলো বিরল এক সূর্য

আবু-হানিফ,(বাগেরহাট) প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:৫৮, বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

প্রতিদিনই সূর্য ওঠে, অস্ত যায়। প্রভাত কিংবা গোধূলী- দুই লগ্নেই লাল, কমলা, বেগুনিসহ নানা রঙের আভায় আলোকিত হয় চারপাশ। মানুষের প্রতিদিনকার জীবনে এটি সাধারণ দৃশ্য।
 

প্রতিদিনই সূর্য ওঠে, অস্ত যায়। প্রভাত কিংবা গোধূলী- দুই লগ্নেই লাল, কমলা, বেগুনিসহ নানা রঙের আভায় আলোকিত হয় চারপাশ। মানুষের প্রতিদিনকার জীবনে এটি সাধারণ দৃশ্য।


কিন্তু মঙ্গলবার দুপুরে বাগেরহাটের শরণখোলার আকাশ ছিল একেবারেই অন্যরকম।
উপজেলার বাসিন্দাদের মাথার ওপর দূরে হাজির হয়েছিল এক অচেনা সূর্য। কাঁসার থালার মতো  সূর্যের চারপাশ ঘিরে রংধনুর মতো বলয় রেখা। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয় এমন দৃশ্য। প্রায় পৌনে ২টা পর্যন্ত স্থায়ী হয় বলয়টি।
এরপর ধীরে ধীরে তা অদৃশ্য হয়ে যায়।


হঠাৎ করে সূর্যের এমন অচেনা রূপ দেখে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় শোরগোল। বিরল দৃশ্যটি দেখতে সবার দৃষ্টি চলে যায় আকাশের দিকে।


প্রথম দেখায় কেউ বলেন, এটা রংধনু, কেউ বলেন সূর্যগ্রহণ। আদতে এটি সূর্যগ্রহণ বা রংধনু কেনোটিই নয়। এটিকে বলা হয় সৌর বলয় (সান হ্যালো)।


সৌর বলয় হলো সূর্য বা চাঁদের চারপাশে দেখতে পাওয়া একটি আলোর বলয়। যা উচ্চ বায়ুমণ্ডলে থাকা বরফের স্ফটিকের মধ্য দিয়ে সূর্যের আলো প্রতিসরণের ফলে সৃষ্টি হয়।


বলয়টি সাধারণত উজ্জ্বল, সাদা বা রংধনুর রঙের মতো হয়ে থাকে। এটি সিরাস মেঘ থেকে উৎপন্ন আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের ফল।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়