কিন্ডারগার্টেন শিক্ষকদের ‘উদ্ধত আচরণ’ ও ‘অন্যায় আবদারের’ প্রতিবাদে কলমাকান্দায় মানববন্ধন
মো: রিপন মিয়া। || বিএমএফ টেলিভিশন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পুনরায় বৃত্তি পরীক্ষা চালু করায় সরকারকে ধন্যবাদ এবং কিন্ডারগার্টেন শিক্ষকদের ‘উদ্ধত আচরণ’ ও ‘অন্যায় আবদারের’ প্রতিবাদে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পুনরায় বৃত্তি পরীক্ষা চালু করায় সরকারকে ধন্যবাদ এবং কিন্ডারগার্টেন শিক্ষকদের ‘উদ্ধত আচরণ’ ও ‘অন্যায় আবদারের’ প্রতিবাদে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলমাকান্দা শাখার ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দুইশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক মিনহাজ বেগম, শিক্ষক একেএম শাহজাহান কবীর, আব্দুল মান্নান, মুখলেছুর রহমান, কামরুল ইসলাম, মোশারফ হোসেন ও মোস্তফা কামাল প্রমুখ।
মানববন্ধন শেষে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।