মেহেরপুরে মানববন্ধন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্যের দাবি।

মেহেরপুর প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫২, মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

“প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, সাম্য চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

“প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, সাম্য চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার দাবিতে মঙ্গলবার সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি জানে আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কিডস ওয়াল্ডের পরিচালক ফজলুল হক মন্টু, শিক্ষক নাহিদা ইসলাম, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সামসুর রহমান টুটুল, অনামিকা আইডিয়াল স্কুলের মো. আনিসুর রহমান, ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুলের মো. ইমরান খান, গাংনী প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের শিক্ষক জালাল আহমেদ, প্রতিভা কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র গার্লস হাই স্কুলের লালচাঁদ আলী এবং কুড়ির মেলা কিন্ডারগার্টেন বামুন্দীর মোস্তাফিজুর রহমান।


এসময় জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের বিপুলসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়