গাংনীতে বজ্রপাতে স্কুল ছাত্র নি-হ-ত

মেহেরপুর প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:৫২, মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া-ধলার মাঠে বজ্রপাতে জহুরুল ইসলাম (১৬) নামের এক স্কুল ছাত্র নি-হ-ত হয়েছে।  নি-হ-ত জহুরুল তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের ভিটাপাড়ার হাসমত আলীর ছেলে। এবং স্থানীয় করমদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া-ধলার মাঠে বজ্রপাতে জহুরুল ইসলাম (১৬) নামের এক স্কুল ছাত্র নি-হ-ত হয়েছে।  নি-হ-ত জহুরুল তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের ভিটাপাড়ার হাসমত আলীর ছেলে। এবং স্থানীয় করমদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে 
এ দু-র্ঘ-ট-না ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে আকাশ থেকে বৃষ্টি পড়ছিল। বৃষ্টি চলাকালীন সময়ে জহুরুল তেঁতুলবাড়ীয়া-ধলার মাঠে নিজ পাট ক্ষেত কাটছিল। এ সময় আকস্মিক ভাবে বজ্রপাত হয়। বজ্রপাতে তার শরীরে আ-ঘা-ত করলে,মা-রা-ত্ব-ক ভাবে আ-হ-ত হয়। এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। মাঠের কৃষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথেমধ্যে মা-রা যান।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়