স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক যতীন সরকার আর নেই

সাইফুল আলম দুলাল স্টাফ রিপোর্টারঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৪৬, বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার  কৃতিসন্তান  ,দেশবরেণ্য-লেখক,গবেষক,  সাহিত্যিক,সমাজ চিন্তক, বাংলা একাডেমি ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক যতীন সরকার আর নেই। তিনি দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর বুধবার (১৩ আগষ্ট) বেলা পৌনে ৩ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  শেষ নি: শ্বাস ত্যাগ করেন। 

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার  কৃতিসন্তান  ,দেশবরেণ্য-লেখক,গবেষক,  সাহিত্যিক,সমাজ চিন্তক, বাংলা একাডেমি ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক যতীন সরকার আর নেই। তিনি দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর বুধবার (১৩ আগষ্ট) বেলা পৌনে ৩ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  শেষ নি: শ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর।  তাঁর জন্ম কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে  ১৯৩৬ সালের ১৮ আগস্ট। তিনি চার দশক ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনা করেছেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী'র সাবেক সভাপতি এবং ত্রৈমাসি 'সমাজ অর্থনীতি ও রাষ্ট্র' পত্রিকার সম্পাদক ছিলেন।

 তিনি বহু গ্রন্থ রচনা করেছেন,তার মধ্যে উল্লেখযোগ্য হলো- " সাহিত্যের কাছে প্রত্যাসা,বাংলাদেশের কবিগান,বাঙালীর সমাজতান্ত্রিক ঐতিহ্য,সংস্কৃতির সংগ্রাম,মানবমন মানবধর্ম ও সমাজবিপ্লব,গল্পে গল্পে  ব্যাকরণ,দ্বিজাতিতত্ত্ব,নিয়তিবাদ ও বিজ্ঞানচেতনা,সংস্কৃতি ও বুদ্ধিজীবি সমাচার,আমাদের চিন্তাচর্চার দিকদিগন্ত,ধর্মতন্ত্রী মৌলবাদের ভূতভবিষ্যৎ,ভাষা- সংস্কৃতি উৎসব নিয়ে ভাবনাচিন্তা,প্রাকৃতজনের জীবনদর্শন,সত্য যে কঠিন, আমার রবীন্দ্র অবলোকন" ইত্যাদি ছাড়াও সম্পাদনা গ্রন্থ- 'সোনার তরী, প্রসঙ্গ মৌলবাদ,জালাল গীতিকা সমগ্র'।


মুক্তিযুদ্ধভিত্তিক অনবদ্য আত্মজীবনী- পাকিস্তানের জন্ম মৃত্যু- দর্শন' ইত্যাদি। 
তাঁর আত্মজীবনী বইটি প্রথম আলো বর্ষসেরা পুরস্কারে ভূষিত হয়।


অধ্যপক যতীন সরকার দীর্ঘদিন ধরে নেত্রকোনার সাতপাইস্থ বাণপ্রস্থ নামে বাড়ি নির্মাণ করে ওই বাড়িতেই বসবাস করছিলেন এবং নেত্রকোনা জেলার সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য বিকাশে নিরলস কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে নেত্রকোনা জেলাব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক,রাজনৈতিক, সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মিরা শোকে মুহ্যমান। 


সূত্রে জানা গেছে, আজ বুধবার সন্ধ্যা ৭ টায় যতীন সরকারের মরদেহ নেত্রকোনার বাণপ্রস্থ বাসায় আনা হবে। রাত ৮ টায় নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে এবং রাত ১১ টায় নেত্রকোনা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়