মুকসুদপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ(গোপালগঞ্জ) || বিএমএফ টেলিভিশন
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ।
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১২ আগষ্ট) সকালে উপজেলার কমলাপুর গ্রামের উসমান মুন্সির বাড়ি থেকে সাদিকা বেগম (২২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
সাদিকা বেগম উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের প্রবাসী লাল মিয়া মাতুব্বরের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সাদিয়া বেগমের শশুর বাড়ির লোকজনের সাথে ঝামেলা থাকার কারণে, গত তিন দিন আগে কমলাপুর গ্রামের উসমান মুন্সির বাড়িতে ভাড়া উঠেন তিনি। পরে মঙ্গলবার সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস আই সুকান্ত বাউল জানান, প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে৷ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে৷