বাগেরহাটে চোরাই পিকআপ ও ছয় লাখ টাকার মালামালসহ একজন আটক

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১২, বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

বাগেরহাটে চুরি হওয়া নীল রঙের ISUZU কোম্পানির একটি পিকআপ ভ্যান ও ছয় লাখ টাকার মালামালসহ এক চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 
 

বাগেরহাটে চুরি হওয়া নীল রঙের ISUZU কোম্পানির একটি পিকআপ ভ্যান ও ছয় লাখ টাকার মালামালসহ এক চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 


বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শামীম হোসেন বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাগেরহাট জেলার পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফের দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। চৌকস একটি ডিবি টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে গত মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটে গোপালগঞ্জ সদর থানাধীন ঘোনাপাড়ায় অভিযান চালায়।

 গোপালগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মিক্সার পাওয়ার প্লান্ট সংলগ্ন খুলনা-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশ থেকে চোরাই পিকআপটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে গাজীপুর জেলার কাপাসিয়া থানার রায়নন্দা এলাকার বাসিন্দা মামুন মিয়ার ছেলে মোঃ আলিফ হাসান তাসিনকে গ্রেপ্তার করা হয়।


ঘটনাটি নিয়ে বাগেরহাট সদর থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।


তিনি আরও জানায়, অভিযান পরিচালনার ক্ষেত্রে পুলিশ সুপারের দিকনির্দেশনা অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে। চুরি-ডাকাতি দমনে পুলিশের এমন তৎপরতা আরও জোরদার করা হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়