কলমাকান্দা যুবদলের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম টুটন আর নেই

মোহাম্মদ রিপন মিয়া :: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:১৮, সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামের বাসিন্দা, কলমাকান্দা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম টুটন (৬২) ইন্তেকাল করেছেন।

কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামের বাসিন্দা, কলমাকান্দা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম টুটন (৬২) ইন্তেকাল করেছেন।

সোমবার (১১ আগস্ট) আনুমানিক সকাল ১০টা ১৫ মিনিটে ভারতের হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ তথ্য নিশ্চিত করছেন - মরহুমের সহোদর ছোট আজাদ।

মরহুম আনোয়ারুল ইসলাম টুটন, মরহুম আব্দুল মালেক স্যারের সুযোগ্য সন্তান। তাঁর পিতা মরহুম আব্দুল মালেক ছিলেন কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলমাকান্দা উপজেলা শাখার সাবেক সভাপতি।

তিনি কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের মামা। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।

ভারত থেকে মরদেহ বাংলাদেশে পৌঁছালে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়