মেহেরপুরে ছাত্র শিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মেহেরপুর প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫৩, মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেহেরপুর জেলা শাখার আয়োজনে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেহেরপুর জেলা শাখার আয়োজনে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় মেহেরপুর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে জেলা ছাত্র শিবিরের সভাপতি আ. সালামের সভাপতিত্ব প্রধান অতিথি উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান। সঞ্চালনা করেন জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি সাইদুর ইসলাম।


বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. নজরুল কবির, কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, পৌর জামায়াতের আমীর সোহেল রানা ডলার, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলামিন ইসলাম বকুল এবং শাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে ৪৩২ জন কৃতি শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়