তেঁতুলিয়ায় মাদক বিরোধী ও অনলাইন জুয়া প্রতিরোধে সভা জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহমুদুলকে সম্মাননা
পঞ্চগড় প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন
মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন-এমন প্রতিপাদ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা। বৃহস্পতিবার দুপুরে তিরনইহাট ইউনিয়ন পরিষদে তারুণ্য নির্ভর স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা।
মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন-এমন প্রতিপাদ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা। বৃহস্পতিবার দুপুরে তিরনইহাট ইউনিয়ন পরিষদে তারুণ্য নির্ভর স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা।
অনুষ্ঠানে তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন, মডেল থানার সাব ইন্সপেক্টর কমলেশ, শিক্ষক হুমায়ুন কবির, সমাজ সেবক তুষার হোসাইন, ইউপি সদস্য জাহাঙ্গীর, ইউনিয়ন বিএনপির সভাপতি আমানুল্লাহ আমান, হেল্প সোসাইটির সভাপতি শাকিল আহমেদ প্রমুখ। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের নির্বাচিত সদস্য ও মহিলা সদস্য, সমাজ সেবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সভাপতিত্বের বক্তব্যে আলমগীর হোসেন এসময় মাদক ও অনলাইন জুয়ার বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেন। একই সঙ্গে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ৫০ সদস্য বিশিষ্ট একটি করে মাদক বিরোধী কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেন। সেই সাথে মাদক ও অনলাইন জুয়া থেকে যুব সমাজকে দূরে রাখতে ইউনিয়ন পরিষদের পাশে ফকিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে একটি চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ঘোষণা করেন ।
অনুষ্ঠান শেষে জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুনকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানায় তারুণ্য নির্ভর স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প সোসাইটি। ভবিষ্যতে আরও এলাকার সফল ও গুণীজনকে এভাবে সম্মাননা জানানোর উদ্যোগ গ্রহণের সাথে মাদক ও অনলাইন জুয়া মুক্ত পরিবেশ গঠনে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবেন বলে জানায় সংগঠনটি।