ফের চর্চায় ‘বাহুবলীর রাজমাতার’ পরকীয়া বিতর্ক

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:১৮, শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘বাহুবলী’ সিনেমায় রাজমাতার চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী রামায়া কৃষ্ণান। তবে রূপালি পর্দার গ্ল্যামার ছাড়াও একসময় তার ব্যক্তিজীবন ঘিরে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক ও আলোচনার ঝড়। পরিচালকের সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা হওয়া এবং গর্ভপাতের অভিযোগ—এসব নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন।

‘বাহুবলী’ সিনেমায় রাজমাতার চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী রামায়া কৃষ্ণান। তবে রূপালি পর্দার গ্ল্যামার ছাড়াও একসময় তার ব্যক্তিজীবন ঘিরে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক ও আলোচনার ঝড়। পরিচালকের সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা হওয়া এবং গর্ভপাতের অভিযোগ—এসব নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ১৯৯৯ সালে পরিচালক কে এস রবি কুমারের সঙ্গে একটি সিনেমায় কাজ করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রবি ছিলেন বিবাহিত, আর রামায়া তখন অবিবাহিত। এই অসম সম্পর্ক সামনে আসতেই পরিচালক রবি কুমারের স্ত্রীর তীব্র আপত্তি ও হুমকির মুখে পড়েন রামায়া।

পরবর্তীতে গুঞ্জন ছড়িয়ে পড়ে, রামায়া অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এবং রবি কুমার তার দায়িত্ব স্বীকারে অস্বীকৃতি জানান। এতে রামায়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়। একপর্যায়ে গর্ভপাত করেন রামায়া এবং তার জন্য পরিচালকের কাছে ৭৫ লাখ টাকা দাবি করেন বলে খবর প্রকাশিত হয়।

তবে এ সম্পর্ক, অন্তঃসত্ত্বা হওয়া কিংবা গর্ভপাতের বিষয়টি পরবর্তীতে উভয়েই অস্বীকার করেন। ২০০৩ সালে রামায়া কৃষ্ণান পরিচালক কৃষ্ণা বামসিকে বিয়ে করেন। বর্তমানে তাদের একমাত্র সন্তান হৃত্বিক কৃষ্ণানকে নিয়ে সংসার করছেন এই অভিনেত্রী।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়