উখিয়ায় ইউপি সদস্যকে জবাই করে হত্যা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১৪, মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালীতে এক ইউপি সদস্যকে জবাই করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালীতে এক ইউপি সদস্যকে জবাই করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিহত ইউপি সদস্য উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের বাসিন্দা মরহুম ছিদ্দিক আহমেদ এর ছেলে কামাল উদ্দিন দুর্জয় (৪০)। তিনি ওই ওযার্ডের ইউপি সদস্য। এছাড়া উখিয়া উপজেলা যুবলীগের দায়িত্বশীল নেতা ছিলেন বলে পরিবার দাবি করেন। আওয়ামীলীগের রাজনীতি করার কারনে এ হত্যকান্ডের ঘটনা ঘটে পারে। এলাকায় ব্যাপক জনপ্রিয় ছিল। তার এক ছেলে ও ২ মেয়ে রয়েছে।

মঙ্গলবার দুপুরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার একটি ছড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (৭ জুলাই) রাত ১১টার পর থেকে কামাল উদ্দিন নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে মনখালীর পাশে একটি ছড়ায় তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।

নিহত কামালের শ্বশুর শিক্ষক আবদুর রহমান বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে যাচ্ছি। কিভাবে কি হয়েছে তার কিছুই এখনো জানি না।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়