প্রতারণার শিকার আলিয়া ভাট, গ্রেপ্তার সাবেক সহকারী
বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
বিশ্বাস করে বেদিকা শেঠির ওপর সমস্ত কিছু দেখভালের দায়িত্ব দিয়েছিলেন আলিয়া ভাট। ব্যক্তিগত সহকারী হিসেবে অভিনেত্রীর আর্থিক লেনদেন সামলানোর ভারও ছিল তার ওপর। এতকিছু সামলাতে গিয়ে বেদিকা সামলাতে পারেননি নিজেকে। আলিয়াকে প্রতারিত করে হাতিয়ে নেন প্রায় ৭৭ লাখ রুপি।
বিশ্বাস করে বেদিকা শেঠির ওপর সমস্ত কিছু দেখভালের দায়িত্ব দিয়েছিলেন আলিয়া ভাট। ব্যক্তিগত সহকারী হিসেবে অভিনেত্রীর আর্থিক লেনদেন সামলানোর ভারও ছিল তার ওপর। এতকিছু সামলাতে গিয়ে বেদিকা সামলাতে পারেননি নিজেকে। আলিয়াকে প্রতারিত করে হাতিয়ে নেন প্রায় ৭৭ লাখ রুপি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের অগস্ট— দুই বছর আলিয়ার প্রযোজনা সংস্থা, ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করেন বেদিকা। বিষয়টি প্রথম নজরে আসে আলিয়ার মা সোনি রাজদানের। বেদিকার বিরুদ্ধে তিনি অভিযোগ আনেন পুলিশের কাছে।
এরপরই মাঠে নামে ভারতীয় পুলিশ। বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে অভিযুক্তকে। পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে মুম্বাইয়ে আনা হয় বেদিকাকে। মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হয়।
পুলিশ জানিয়েছে, জাল বিল তৈরি করতেন বেদিকা। এরপর ভ্রমণসহ নানাবিধ খাতে খরচ দেখিয়ে স্বাক্ষর নিতেন আলিয়ার। এভাবে দুই বছরে ৭৬ লক্ষ ৯০ হাজার রুপি হাতিয়ে নেন তিনি।
এদিকে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি আলিয়া। তিনি ব্যস্ত নতুন ছবি ‘আলফা’র শুটিংয়ে। এতে তাকে দেখা যাবে এজেন্টের চরিত্রে। জানা গেছে, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনিল কাপুর ও ববি দেওল। বিশেষ অতিথির ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশনকে।