মুখ ধোয়ার বাইরেও মাউথওয়াশের ১৩ জাদুকরী ব্যবহার জেনে নিন

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:২১, শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাশ করার পর মুখের ভেতর আরও সতেজ ও জীবাণুমুক্ত রাখতে অনেকেই ব্যবহার করেন মাউথওয়াশ। মুখগহ্বর পরিষ্কারের জন্য এটি পরিচিত হলেও, এর ব্যবহার যে শুধু দাঁত ও মাড়ির যত্নেই সীমাবদ্ধ নয়—তা অনেকেই জানেন না। একসময় অস্ত্রোপচারের সময় অ্যান্টিসেপটিক হিসেবেও ব্যবহৃত হতো এই তরল। সময়ের সঙ্গে সঙ্গে মাউথওয়াশ শুধু ওরাল কেয়ারের অংশ হয়ে ওঠেনি, বরং নানা ঘরোয়া কাজে ব্যবহারযোগ্য এক কার্যকর উপাদান হিসেবেও জায়গা করে নিয়েছে। আজ জানাব মাউথওয়াশের কিছু অপ্রচলিত কিন্তু চমকপ্রদ ব্যবহার, যা আপনার দৈনন্দিন জীবনে এনে দিতে পারে বাড়তি উপকার।

ব্রাশ করার পর মুখের ভেতর আরও সতেজ ও জীবাণুমুক্ত রাখতে অনেকেই ব্যবহার করেন মাউথওয়াশ। মুখগহ্বর পরিষ্কারের জন্য এটি পরিচিত হলেও, এর ব্যবহার যে শুধু দাঁত ও মাড়ির যত্নেই সীমাবদ্ধ নয়—তা অনেকেই জানেন না। একসময় অস্ত্রোপচারের সময় অ্যান্টিসেপটিক হিসেবেও ব্যবহৃত হতো এই তরল। সময়ের সঙ্গে সঙ্গে মাউথওয়াশ শুধু ওরাল কেয়ারের অংশ হয়ে ওঠেনি, বরং নানা ঘরোয়া কাজে ব্যবহারযোগ্য এক কার্যকর উপাদান হিসেবেও জায়গা করে নিয়েছে। আজ জানাব মাউথওয়াশের কিছু অপ্রচলিত কিন্তু চমকপ্রদ ব্যবহার, যা আপনার দৈনন্দিন জীবনে এনে দিতে পারে বাড়তি উপকার।

মাথার খুশকি দূর করে
মাথার খুশকি দূর করতে মাউথওয়াশ দারুণ কাজ করে। মাউথওয়াশে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকার কারণে মাথার ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। চুল ধোয়ার সময় মাউথওয়াশের সঙ্গে যে কাপ থাকে সেটির এক কাপ মাউথওয়াশ নিন। সঙ্গে আপনার চুলের লম্বা অনুযায়ী পানি মিশিয়ে স্বাভাবিক নিয়মে চুল ধুয়ে নিন। এতে মাথার খুশকি একেবারেই চলে যাবে। তবে অবশ্যই চুল ধোয়ার সময় সাবধান থাকতে হবে, ধোয়ার পানি চোখের ভেতর যেন চলে না যায়। এতে চোখের ক্ষতি হতে পারে।

মশার কামড়ের ফোলাভাব কমায়
শরীরের কোনো স্থানে মশা কামড় দিলে খুব দ্রুত ঐ জায়গাটা ফুলে যায়, লাল হয়ে যায় এবং খুব চুলকায়। মশার কামড় দেওয়া স্থানে মাউথওয়াশে ভেজানো একটা তুলার বল কিছুক্ষণ চেপে ধরে রাখলে ফোলা ভাব এবং চুলকানো দুটোই কমে যাবে।

নখের ছত্রাক সংক্রমণ দূর করবে
নখে ছত্রাক সংক্রমণ হলে সমপরিমাণের মাউথওয়াশের সঙ্গে সাদা ভিনেগার মিশিয়ে নিন। তারপর পাতলা কাপড় অথবা তুলার বল ভিজিয়ে আক্রান্ত স্থানটি পরিষ্কার করে নিন। দিনে ২-৩ বার ব্যবহার করলে দেখবেন পায়ের নখের ছত্রাকের সংক্রমণ চলে গেছে।

ফুল সতেজ রাখবে
ফুলদানিতে ফুল সতেজ ও তাজা রাখতে চাইলে এক টেবিল চামচ মাউথওয়াশ ব্যবহার করুন। এটা ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করে ফুলের পচন কমিয়ে দেবে। ফলে ফুল দীর্ঘদিন থাকবে সতেজ ও তাজা।

টয়লেটের দুর্গন্ধ দূর করবে
টয়লেট পরিষ্কারের পর এক কাপ মাউথওয়াশ টয়েলেটে ঢেলে দিন। ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর যথারীতি নিয়মে ধুয়ে ফেলুন। দেখবেন দুর্গন্ধ একেবারেই চলে গেছে। এছাড়া জীবাণু থেকে মুক্তি পাবেন।

হাত থেকে পেঁয়াজ রসুনের গন্ধ দূর করবে
পেঁয়াজ রসুন কাটার পর হাতে সেগুলোর গন্ধ লেগে থাকে। এই গন্ধ দূর করতে মাউথওয়াশ দিয়ে হাত ধুয়ে তারপরে পানি এবং সাবান দিয়ে ধুয়ে নিন। এটি আপনার হাত থেকে রসুন এবং পেঁয়াজের গন্ধ একেবারেই চলে যাবে।

ডিওরেন্টের কাজ করবে
শরীরের বাজে গন্ধ থেকে মুক্তি পেতে মাউথওয়াশ ব্যবহার করতে পারেন। একটি তুলার বলে মাউথওয়াশ ভিজিয়ে হাতের নিচ পরিষ্কার করুন। এটি ডিওরেন্টের মতো কাজ করবে।

জানালার কাচ পরিষ্কার করতে
জানালার কাচ পরিষ্কার করতে মাউথওয়াশ ব্যবহার করতে পারেন। মাউথওয়াশ স্প্রে বোতলে ঢেলে সাধারণ নিয়মে জানালার কাচ পরিষ্কার করুন। এরপর মুছে ফেলুন। দেখবেন জানালার কাচের কঠিন দাগ সহজেই পরিষ্কার হয়ে যাবে।

ময়লার ঝুড়ির দুর্গন্ধ দূর করতে
ময়লার ঝুড়ির দুর্গন্ধ দূর করতে মাউথওয়াশ ব্যবহার করতে পারেন। একটি তুলার বল বা টিস্যু মাউথওয়াশ দিয়ে ভিজিয়ে ময়লার ঝুড়িতে রাখুন। দুর্গন্ধযুক্ত গন্ধ একেবারেই যাবে।

ওয়াশিং মেশিন পরিষ্কার করতে
ওয়াশিং মেশিনের ভেতরে পরিষ্কার করতে এবং জীবাণু মেরে ফেলার জন্য নিয়মিত ডিটারজেন্টের সঙ্গে কাপড় পরিষ্কারের সময় এক কাপ মাউথওয়াশ ব্যবহার করুন। এতে কাপড়ের জীবাণু এবং দুর্গন্ধ দুটোই দূর হবে।

টুথব্রাশ জীবাণুমুক্ত করতে
ব্রাশ করার পর জীবাণু মারার জন্য টুথব্রাশ মাউথওয়াশে ভিজিয়ে রাখুন।

মেকআপ ব্রাশ পরিষ্কার করুন
এক মগ পানিতে ১ টেবিল চামচ ভিনেগার, কয়েক ফোঁটা শ্যাম্পু আর কয়েক ফোঁটা মাউথওয়াশ মিশিয়ে তার মধ্যে মেকআপ ব্রাশ সারারাত ভিজিয়ে রাখুন। সকালে উঠে ধুয়ে ফেলুন। আপনার মেকআপ ব্রাশগুলো একইসঙ্গে ঝকঝকে আর জীবাণুমুক্ত হবে।

ফেসিয়াল টোনার
ফেসিয়াল টোনার হিসেবে মাউথওয়াশ ব্যবহার করতে পারেন। তবে স্কিন যদি সেনসিটিভ হয়ে থাকে তাহলে এ পদ্ধতি ব্যবহার না করাই ভালো। একটি তুলার বলকে মাউথওয়াশে ভিজিয়ে পুরো মুখ আলতো হাতে মুছে নিন। স্কিনে থাকা অবশিষ্ট মেকআপ এবং বাড়তি তেল পরিষ্কার হয়ে যাবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়