মিটফোর্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:২৯, শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিটফোর্ডের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এই ঘটনায় জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নিতে বিলম্ব হয়নি। যখনই খবর পাওয়া গেছে তখনই জড়িতদের আটক করা হয়েছে।

মিটফোর্ডের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এই ঘটনায় জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নিতে বিলম্ব হয়নি। যখনই খবর পাওয়া গেছে তখনই জড়িতদের আটক করা হয়েছে।

আজ শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর সূত্রাপুরে মিলব্যারাক পুলিশ লাইনে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, মিটফোর্ডের পাশাপাশি চাঁদপুর এবং বিমানে ফোন করে আতঙ্ক ছড়ানো কোনো ঘটনাতেই আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের আটকে নীরব ভূমিকা পালন করেনি।

অপরাধীদের বারবার মুক্ত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আইনের মুখোমুখি করা, সেটা করা হচ্ছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়