সামরিক সক্ষমতা নিয়ে ইরানের স্পষ্ট বার্তা

আন্তর্জাতিক ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:৩৩, শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো আক্রমণের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত এবং তাদের সামরিক সক্ষমতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি।

ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো আক্রমণের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত এবং তাদের সামরিক সক্ষমতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি।

শুক্রবার (১১ জুলাই) ইসরায়েলের হামলায় নিহত কুদস ফোর্সের সাবেক কমান্ডার মোহাম্মদ সাঈদ ইজাদির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মুসাভি বলেন, ‘শহীদ ইজাদি সারা জীবন আল্লাহর রাস্তায় জিহাদের জন্য উৎসর্গ করেছিলেন। তার নাম সবসময়ই আল-কুদস, ফিলিস্তিন ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত শহীদদের সঙ্গে স্মরণীয় থাকবে।’ খবর মেহের নিউজের।

তিনি জোর দিয়ে বলেন, ‘ইরানের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং বর্তমানে তাদের সামরিক সক্ষমতা  চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

একই দিনে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামিও দেশের প্রতিটি ইঞ্চি ভূমি রক্ষায় তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উল্লেখযোগ্যভাবে, গত ১৩ জুন ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় টানা ১২ দিন ধরে হামলা চালায় ইসরায়েল। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্রও হামলায় যোগ দেয় এবং নাতাঞ্জ, ফোর্দো ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা বর্ষণ করে।

তবে ইরান দ্রুত পাল্টা জবাব দেয়। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট ‘অপারেশন ট্রু প্রমিস-৩’-এর অধীনে ইসরায়েলের বিভিন্ন শহরে ২২টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সবশেষে, ২৪ জুন একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এবং তাতে সাময়িকভাবে সংঘর্ষ বন্ধ হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়