মেহেরপুর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ জন কারাগারে

মেহেরপুর প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:৪১, সোমবার, ৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় জেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাসহ ৭ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় জেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাসহ ৭ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাসিম রেজা জামিন আবেদন নামঞ্জুর করে এ নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন: জুয়েল রানা – মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক; রাধাকান্তপুর গ্রামের ইউনুস আলীর ছেলে, দরুদ আলী – আমদহ ইউনিয়ন পরিষদের সদস্য; বামনপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে, আসলাম খান পিন্টু, রবিন – বড় বাজার তহবাজার ব্যবসায় সমিতির সাবেক সহ-সভাপতি; বড় বাজার এলাকার আব্দুল মাবুদের ছেলে, রাশেদুল ইসলাম আনন্দ – জেলা ছাত্রলীগের সাবেক সদস্য; পোস্ট অফিস পাড়ার আব্দুল বারির ছেলে, কাজল দত্ত – জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক; বড়বাজার এলাকার পঞ্চাননের ছেলে, সামিরুল – গোলাম হোসেনের ছেলে।


মামলাটি ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া জি আর ২৬৩ নম্বর মামলা। আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে সোমবার তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়