কবে আসছে ‘রাতসাসান টু’ জানালেন অভিনেতা বিষ্ণু

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৩৭, মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেয়ের নামকরণে আমির খানের সম্পৃক্ততা থেকে শুরু করে ভাই রুদ্রর অভিষেক ছবি ‘ওহো এনথান বেবি’—সাম্প্রতিক সময়ে নানা কারণে আলোচনায় তামিল অভিনেতা বিষ্ণু বিশাল। এবার চেন্নাইয়ে ‘ওহো এনথান বেবি’র প্রি-রিলিজ অনুষ্ঠানে নতুন করে খবরের শিরোনাম হলেন তিনি। সেখানেই নিশ্চিত করলেন, শিগগিরই তিনি ফিরছেন বহুল আলোচিত দুটি সিক্যুয়েল—‘গট্টা কুস্তি ২’ ও ‘রাতসাসান টু’ নিয়ে। দুটি ছবিই প্রযোজনা করবে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান, বিষ্ণু বিশাল স্টুডিওজ।

মেয়ের নামকরণে আমির খানের সম্পৃক্ততা থেকে শুরু করে ভাই রুদ্রর অভিষেক ছবি ‘ওহো এনথান বেবি’—সাম্প্রতিক সময়ে নানা কারণে আলোচনায় তামিল অভিনেতা বিষ্ণু বিশাল। এবার চেন্নাইয়ে ‘ওহো এনথান বেবি’র প্রি-রিলিজ অনুষ্ঠানে নতুন করে খবরের শিরোনাম হলেন তিনি। সেখানেই নিশ্চিত করলেন, শিগগিরই তিনি ফিরছেন বহুল আলোচিত দুটি সিক্যুয়েল—‘গট্টা কুস্তি ২’ ও ‘রাতসাসান টু’ নিয়ে। দুটি ছবিই প্রযোজনা করবে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান, বিষ্ণু বিশাল স্টুডিওজ।

বিষ্ণু বিশাল বলেন, ‘আমি এবার ‘গট্টা কুস্তি ২’ নিয়ে কাজ শুরু করছি। আগামী বছর ‘রাতসাসান টু’-এর কাজ শুরু করব।’ ২০২২ সালে মুক্তি পাওয়া ‘গট্টা কুস্তি’ দর্শক-সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছিল। সিনেমাটি পরিচালনা করেন চেল্লা আয়্যাভু, যেখানে বিষ্ণুর বিপরীতে ছিলেন ঐশ্বর্য লক্ষ্মী।

অন্যদিকে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘রাতসাসান’ বিষ্ণুর ক্যারিয়ারের সেরা কাজগুলোর একটি হিসেবে বিবেচিত। রামকুমার পরিচালিত থ্রিলারধর্মী এই সিনেমা ব্যবসায়িকভাবেও সফল হয়েছিল।

‘রাতসাসান’-এর সাফল্যের পর সিক্যুয়েলের ঘোষণা ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। এবারও থ্রিল, সাসপেন্স আর সাইকোলজিক্যাল ভয় ‘রাতসাসান ২’-তে ধরে রাখতে চান বিষ্ণু, এমন ইঙ্গিতই দিয়েছেন তিনি।

তামিল ইন্ডাস্ট্রিতে সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমার মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে বিষ্ণু বিশাল অভিনীত ‘রাতসাসান’। ২০১৮ সালে মুক্তি পাওয়া রামকুমার পরিচালিত এই সিনেমাটি সমালোচক এবং দর্শক—দুই পক্ষের কাছেই তুমুল প্রশংসা পায়।

ছবির গল্প আবর্তিত হয় একজন পুলিশ অফিসার এবং এক সিরিয়াল কিলারের চারপাশে। শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা অরুণ (বিষ্ণু বিশাল) পারিবারিক চাপের কারণে পুলিশে যোগ দেন। হঠাৎ শহরে একের পর এক কিশোরী খুনের ঘটনায় অরুণের দায়িত্ব পড়ে হত্যাকারীকে খুঁজে বের করার। তদন্ত এগোতে এগোতে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয় অরুণ, যা দর্শককে শেষ পর্যন্ত সাসপেন্সে বেঁধে রাখে।

ছবির গল্প, রামকুমারের টানটান পরিচালনা, জিব্রানের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং বিষ্ণু বিশালের সংযত অভিনয় ‘রাতসাসান’কে তামিল সিনেমার অন্যতম বেস্ট থ্রিলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এছাড়াও, ‘রাতসাসান’-এর সাফল্যের পর তেলেগু ভাষায় ‘রাক্ষসুদু’ নামে রিমেক হয়, যা সেখানেও বক্স অফিসে সাফল্য পায়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়