মহেশ বাবুকে আইনি নোটিশ, বিপাকে অভিনেতা
রিয়েল এস্টেট সংস্থার হয়ে প্রচারের কারণে আবার আইনি ঝামেলায় পড়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। অতীতেও তিনি একই সমস্যায় জড়িয়েছিলেন। ডেকান ক্রনিকলের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেলেঙ্গানার রঙ্গা রেড্ডি জেলা উপভোক্তা কমিশন এই টলিউড অভিনেতার নামে নোটিশ জারি করেছে এই রিয়েল এস্টেট সংস্থার হয়ে প্রচার করার জন্য।