ভালো থাকার কোনো বিলাসিতা নেই, এটা দায়িত্ব
আমরা অনেকেই মনে করি — “ভালো থাকা” মানে যেন একরকম বিলাসিতা, সময় থাকলে করা যায়; না পারলেও ক্ষতি নেই। কিন্তু বাস্তবতা একদম উল্টো। ভালো থাকা কোনো বিলাসিতা নয়, এটি আমাদের দায়িত্ব — নিজের প্রতি, নিজের প্রিয়জনদের প্রতি, এমনকি সমাজের প্রতিও।