সামান্থার ‘ও আন্তাভা’ গানের নকল তুর্কি গায়িকার, নির্মাতাদের আইনি হুঁশিয়ারি

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৩৫, সোমবার, ৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘ও আন্তাভা’ গানে সামান্থা রুথ প্রভুর কোমর দুলানো নাচ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আল্লু অর্জুন অভিনীত সুপারহিট সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’ এ ছবির আইটেম গানটি সুরের জন্যও অনেক প্রশংসা কুড়িয়েছে।

‘ও আন্তাভা’ গানে সামান্থা রুথ প্রভুর কোমর দুলানো নাচ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আল্লু অর্জুন অভিনীত সুপারহিট সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’ এ ছবির আইটেম গানটি সুরের জন্যও অনেক প্রশংসা কুড়িয়েছে।

গানটি ঘিরে এবার এক বিস্ময়কর অভিযোগ তুলেছেন এর সুরকার দেবী শ্রী প্রসাদ (ডিএসপি)। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি দাবি করেছেন, তুরস্কে গানটি হুবহু নকল করা হয়েছে।

তুর্কি পপ গায়িকা আতিয়ে নিজের একটি গানে এই সুর ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।  জানা গেছে, আতিয়ের ওই গানের নাম ‘আনলায়ানা’, যেটি ২০২৪ সালে প্রকাশিত হয়েছিল।

ডিএসপি বলেন, ‘আপনারা সবাই ‘ও আন্তাভা’ গানটি খুব উপভোগ করেছেন। কিন্তু এখন এই গান তুর্কিতে কপি করা হয়েছে। আতিয়ে নামের এক গায়িকার গান আমাদের গানের সঙ্গে এতটাই মিল যে একে সোজাসাপ্টা নকল বলা যায়।’

সুরকারের ভাষায়, এই ঘটনা যেমন তেলেগু সিনেমার আন্তর্জাতিক প্রভাবকে তুলে ধরে তেমনি এটি সৃষ্টিশীলতা লঙ্ঘনের উদাহরণও বটে। এ কারণে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। ডিএসপি বলেন, ‘আমি ভাবছি, ওদের বিরুদ্ধে কেস করব কি না। কী করা যায়, সেটা বিবেচনা করছি। তবে একইসাথে গর্বও হচ্ছে, যে আমাদের তেলেগু গান আজ আন্তর্জাতিকভাবে কপি হচ্ছে।’

উল্লেখ্য, আতিয়ে তুরস্কের একজন জনপ্রিয় পপ শিল্পী। তিনি তুর্কি এবং ইংরেজি ভাষায় একাধিক গান প্রকাশ করেছেন। তবে ‘আনলায়ানা’ গানটির সুর নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়েছে। অনেকে গানটিকে ‘ও আন্তাভা’-র সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। অনেকেই এটিকে ‘ব্লাইন্ড কপি’ বলেও অভিহিত করেছেন।  

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়