কুষ্টিয়ায় সৃজন বাই মনোয়ার টাওয়ারের উন্নয়নমূলক আলোচনা সভা

আরিফুজ্জামান, কুষ্টিয়া প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:১৬, রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ধারণকৃত ছবি

ধারণকৃত ছবি

আমার বাড়ী আমার ফ্লাট” এই স্লোগানে কুষ্টিয়ায় সৃজন বাই মনোয়ার টাওয়ারের উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রাতে শহরের জোনস পার্ক রেষ্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৃজন প্রপাট্রিজের চেয়ারম্যান ইকবাল হোসেন খোকন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সৃজন প্রপাট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোছাঃ সাথি খাতুন, প্রধান উপদেষ্টা এ কে এম আশরাফুল ইসলাম লিটন, জেলা পরিষদ শপিংমলের সাধারন সম্পাদক মোঃ হাসান আলি, ল্যান্ড ওনার সৈয়দ মামুনুর রহমান মানু। প্রধান আলোচক ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম আজাদ। আলোচনা সভা শেষে মনোয়ার টাওয়ারে ব্যবহারকৃত বিভিন্ন ফিটিংস, টাইলস, দরজা, ইলেকট্রিক সরমঞ্জামসহ বিভিন্ন মালামাল প্রদর্শন করা হয়। এছড়াও সৃজন প্রপাট্রিজের পক্ষ থেকে ফ্লাট মালিকদের গিফট প্রদান, র‍্যাফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়