উখিয়ায় যৌথবাহিনীর বিশেষ তল্লাশী অভিযান, ৩ শতাধিক রোহিঙ্গাকে আটক ক্যাম্পে ফেরৎ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
কক্সবাজার-টেকনাফ (শহিদ এটিএম জাফর) আরাকান মহাসড়কের উখিয়া বালুখালী কাস্টম (উখিয়ার ঘাট) এলাকায় যৌথবাহিনীর সদস্যরা বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান পরিচালনা করেছে।
অভিযানে ৩ শতাধিক রোহিঙ্গাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞেসাবাদ শেষে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত (এপিবিএন) পুলিশ ও ক্যাম্প প্রশাসনের মাধ্যমে নিজ নিজ আশ্রয়শিবিরের ফেরৎ পাঠানো হয়।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টিম।
তাছাড়াও উখিয়া থানা পুলিশ ও ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা যৌথ অভিযানে অংশগ্রহণ করেন।
উখিয়া থানা সূত্রে জানা গেছে, অভিযানের সময় কক্সবাজার-টেকনাফ (শহিদ এটিএম জাফর আলম) আরাকান মহাসড়কের বালুখালী কাস্টম (উখিয়ার ঘাট) এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হয়। যৌথবাহিনী সদস্যরা সন্দেহজনক বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।
অভিযানে কক্সবাজারগামী বিভিন্ন বাস, মিনিবাস, সিএনজি ও অটোরিকশা থেকে ৩ শতাধিক রোহিঙ্গাকে আটক করে। তবে এ অভিযানে কোনো ধরনের অস্ত্র, মাদকদ্রব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়নি বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বৃহস্পতিবার রাতে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কাস্টমস এলাকায় যৌথবাহিনীর সদস্যরা অস্থায়ী চেকপোস্ট বসিয়ে রোহিঙ্গাদের অবাধ বিচরণরোধে অভিযান পরিচালনা করা হয়েছে। রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে বের হয়ে কক্সবাজার জেলা শহরসহ বিভিন্ন এলাকায় কাজের সন্ধানে যাওয়ার সময় ৩ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদেরকে ক্যাম্প প্রশাসনের মধ্যমে নিজ নিজ আশ্রয়শিবিরে ফেরৎ পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ধরনের তল্লাশী অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।