বাবুল পাঠানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, কারণ দর্শাতে নোটিশ

মোঃ রিপন মিয়া, সীমান্ত প্রতিনিধি, নেত্রকোনা || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩৮, রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ধারণকৃত ছবি

ধারণকৃত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির কলমাকান্দা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক  আনিসুর রহমান পাঠান বাবুল কে  শৃঙ্খলাভঙ্গের অভিযোগে  কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ।

 

১৬ মে জেলা বিএনপির  স্বাক্ষরিত এক চিঠিতে জেলার আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আলোয়ারুল হক ও সদস্যসচিব ডা. রফিকুল ইসলাম হিলালী পাঁচ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলেছেন।

নোটিশে উল্লেখ করা হয়, ‘দলীয় স্বার্থবিরোধী এবং বিভিন্ন অনিয়মের সুস্পষ্ট অভিযোগ’ ওঠায় সাংগঠনিক ব্যবস্থা নিতে হচ্ছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পেলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে জেলা বিএনপি।

দলীয় সূত্র জানায়, বিগত কয়েক মাস ধরে স্থানীয় কর্মসূচিতে ‘নির্দেশনা অমান্য’ ও ‘গ্রুপিং-এর মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির’ অভিযোগে বাবুলের বিরুদ্ধে ক্ষুব্ধ দলের তৃণমূল নেতাকর্মীরা। বিষয়টি জেলা কমিটির নজরে এলে  কারণ দর্শানোর এ পদক্ষেপ নেয়া হয়।

অভিযোগ কী কী—এমন প্রশ্নে জেলা আহ্বায়ক ডা. আলোয়ারুল হক বলেন, ‘বহুবিবেচনায় এ পদক্ষেপ। লিখিত জবাব পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত হবে।’

স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেত্রকোনায় বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রও কড়া দৃষ্টি রাখছে। দলের আদর্শভিত্তিক ঐক্য রক্ষা করতেই এমন ‘শো-কজ’ চিঠি—মন্তব্য তাদের।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়