নিজ দেশে ফিরে যেতে বিশ্ব সম্প্রদায়ের কাছে ঐক্যমত্যের আহ্বান- রোহিঙ্গাদের

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০১:০৯, শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
ধারণকৃত ছবি

ধারণকৃত ছবি

নিজদেশ মিয়ানমারের রাখাইনে (আরাকান) রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির গণহত্যা, ধর্ষণ ও নানা ধরণের নির্যাতনের হাত থেকে প্রাণে বাঁচতে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিজদেশে ফিরে যেতে বিশ্ব সম্প্রদায়ের কাছে ঐক্যমত্যের আহ্বান জানিয়েছে।

‘রো-এফডিএমএন-আরসি’ নামক একটি রোহিঙ্গা  সংগঠনের উদ্যোগে ‘ভিশনারি চেঞ্জ ক্যাম্পেইন’ এর ব্যানারে সমাবেশ করেছে সাধারণ রোহিঙ্গারা।

শুক্রবার (২৩ মে) জুমা নামাজের পর উখিয়া কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘নৌকার মাঠ নামক’ মসজিদ মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতৃত্ব দেন ‘রো-এফডিএমএন-আরসি’ সংগঠনের নেতা মোহাম্মদ সৈয়দুল্লাহ, মাস্টার কামাল ও মাস্টার ফোরকান।

সমাবেশে উপস্থিত রোহিঙ্গা নেতারা বলেন, ‘আমরা রোহিঙ্গারা আরাকানে বছরের পর বছর নির্যাতনে শিকার হয়ে দেশ ছেড়েছি। এখন আমরা সংগঠিত হয়ে নিজ দেশে ফেরত যেতে চাই। আমরা আমাদের অধিকার চাই, রোহিঙ্গারা নিজদেশে ফিরে যেতে এক হয়ে কাজ করতে প্রস্তুত, আমরা মিয়ানমারের আরাকানে ফিরে যেতে প্রস্তুত। সেই লক্ষ্য পূরণের জন্য বাংলাদেশ সরকার ও বিশ্ব সম্প্রদায়ের কাছে সহযোগিতা কামনা করছি।’

সভায় ‘রো-এফডিএমএন-আরসি’ সংগঠনের সদস্য সৈয়দুল্লাহ বলেন, ‘ধর্মীয় ও জাতিগত কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীরা পৃথিবীতে দেশ ছাড়া জাতিতে পরিনত হয়েছি। আমরা এই অবস্থায় থাকতে চাইনা। আমরা বিশ্বকে বলতে চাই, রোহিঙ্গা জনগোষ্ঠীরা অন্য কোন দেশ ও জাতির জন্য হুমকি নয়। রাজনৈতিক সিদ্ধান্ত এবং ঐকমত্যের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তাই রোহিঙ্গা সংকটকে সমাধান করতে বিশ্ব সম্প্রদায়ের কাছে রোহিঙ্গাদের অবস্থা রিপ্রেজেন্ট করার জন্য সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একজন কালেকটিভ লিডারশিপ গড়ে গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, সকল রোহিঙ্গা নারী-পুরুষের ভিন্নমত ও আদর্শকে এককরে প্রত্যাবাসন প্রক্রিয়া অগ্রগামী করতে ‘রো-এফডিএমএন-আরসি’ পুনরুজ্জীবিত করে আবারো ক্যাম্প জুড়ে ‘ভিশনারি চেঞ্জ ক্যাম্পেইন’ এর ব্যানারে একযুগে কাজ শুরু করার তাগিদ দেন রোহিঙ্গাদের এই নেতা।’

মোহাম্মদ মোছা নামে এক আরেক রোহিঙ্গা নেতা বলেন, ‘ভিশনারি চেঞ্জ ক্যাম্পেইন’ হলো একটি সংগ্রামী সংগঠন। রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ঐকমত্য তৈরি করতে রোহিঙ্গা ক্যাম্প জুড়ে এ সংগঠন প্রচারণা চালিয়ে যাচ্ছে।

রোহিঙ্গারা নিজদেশ মিয়ানমারের আরাকানে ফিরে যেতে একটি রোড়ম্যাপ তৈরী করা হচ্ছে। যাতে সহজেই আমরা ফিরে যেতে পারি। সুতরাং এই ক্যাম্পেইনের মাধ্যমে রোহিঙ্গাদের মধ্য থেকে প্রতিনিধি বা লিডারশিপ গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করছে সংগঠনের নেতারা। সংগঠন সুসংগঠিত করে রোহিঙ্গা সংকটকে বিশ্ব সম্প্রদায়ের কাছে উপস্থাপন করে রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন।

রোহিঙ্গা নেতারা বলেন, ‘৩৩টি রোহিঙ্গা ক্যাম্প থেকে নেতৃত্ব দেওয়ার মতো প্রতি ব্লক থেকে ৩ জন করে প্রতিনিধি নিয়ে কমিটি করা হবে। যারা ‘রো-এফডিএমএন-আরসি’ এর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষার পাশাপাশি বিভিন্ন প্রোগ্রাম আয়োজনে সহায়তা করবে। যাতে করে রোহিঙ্গাদের সংকট সমাধানের জন্য নিজেরা প্রথমে এগিয়ে আসে। তাই সকল রোহিঙ্গাদের সাথে নিয়ে এ সংগঠনের কার্যক্রম শুরু করা হয়েছে।’

রোহিঙ্গাদের এমন সংগঠন ও সমাবেশের বিষয়ে জানতে সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জ হোসেন মুহাম্মদ আল মুজাহিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক সিরাজ আমীন বলেন- ‘সংশ্লিষ্ট ক্যাম্পের ইনচার্জের কাছ থেকে অনুমতি নিয়ে উক্ত সমাবেশ করা হয়েছে। সমাবেশকে ঘিরে ক্যাম্পের কোথাও আইনশৃঙ্খলার অবনতি হয়নি।’

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়