পণ্য নিষেধাজ্ঞায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস প্রতিবেদক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৭, মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
ধারণকৃত ছবি

ধারণকৃত ছবি

বাংলাদেশে পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশের চেয়ে ভারতের বেশি ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন, সমবায়, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত এক যুব সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ভারত বাংলাদেশে বেশি পণ্য রপ্তানি করে থাকে। যেহেতু ভারত বাংলাদেশী পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তাই আমরা বিকল্প ব্যবস্থা খুঁজে নিচ্ছি।

বিএনপি নেতা ইসরাকের সমর্থনের নেতাকর্মীদের আন্দোলনের বিষয়ে উপদেষ্টা বলেন, বিষয়টি আদালতের উপরে বিচারাধীন রয়েছে। তাই এ বিষয়ে এখনই কোন মন্তব্য করা সমীচীন হবে না।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহা-পরিচালক গাজী মোহাম্মদ সাইফুজ্জামানসহ সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়