নেত্রকোনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে তৌহিদ নামে এক যুবক গ্রেফতার

সাইফুল আলম দুলাল, স্টাফ রিপোর্টার || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১০:৪৫, সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
ধারনকৃত ছবি

ধারনকৃত ছবি

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগের মামলায় তৌহিদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ ।
 

সোমবার (১৯ মে) মেয়ের মা বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করা হয় ।

অভিযোগ মারফত জানা যায়, জনৈক অভিযোগ কারিনীর মেয়ে  রামপুর আনোয়ারা হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী । সে স্কুলে যাওয়া-আসার সময় প্রায়ই প্রেমের প্রস্তাবসহ উত্যক্ত ও বিরক্ত করতো নওপাড়া ইউনিয়নের ধনাচাপুর গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে বিবাদী তৌহিদ (২০)

সর্বশেষ গত ১৭ মে সকালে উপজেলার আশুজিয়া ইউনিয়নের নন্দিখিলা গ্রাম থেকে নওপাড়া ইউনিয়নের ধনাচাপুর গ্রামে অভিযোগ কারিণীর দেবরের শ্বশুর বাড়ি বেড়াতে যায় তার মেয়ে । এরপর একই দিনে সন্ধ্যা সাড়ে সাতটায় মণিহারী দোকানে সদাই করতে গেলে  বাড়ির পাশে একটি  গাছের বাগানের সামনে যাওয়ার সাথে সাথে পূর্ব পরিকল্পিতভাবে তার পথরোধ করে হাত ধরে টানা হেঁছড়ার মাধ্যমে বাগানের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে । তখন তার ডাক চিৎকার ও চেঁচামেচিতে বাড়ির আশেপাশের লোকজন দৌঁড়ে এসে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে কেন্দুয়া থানার সার্কেল / সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা গ্রেফতার নিশ্চিত করে মুঠোফোনে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়