আটপাড়া উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচছা

সাইফুল আলম দুলাল, স্টাফ রিপোর্টার || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১২:১৬, শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
ধারণকৃত ছবি

ধারণকৃত ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক হৃদয়গ্রাহী পরিবেশে আটপাড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।

শুক্রবার (২৩ মে) বিকেলে অনুষ্ঠিত এই আয়োজেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।

অনুষ্ঠানে আটপাড়া উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি মোঃ মাছুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেন জননন্দিত জননেতা রফিকুল ইসলাম হিলালী।

ড. রফিকুল ইসলাম হিলালী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিকে সুসংগঠিত করা অত্যন্ত জরুরি। আমাদের নবনির্বাচিত নেতৃবৃন্দের নেতৃত্বে আটপাড়া উপজেলা বিএনপি আরও শক্তিশালী হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, দলের আদর্শকে সামনে রেখে মাঠে কাজ করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করা উচিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন আহমেদ খোকন প্রমুখ।

সভায় বক্তারা নবনির্বাচিত নেতাদের আন্তরিক অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তাঁদের নেতৃত্বে আটপাড়া উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নতুন গতি পাবে।

অনুষ্ঠানে আটপাড়া উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ অংশগ্রহণ করেন। উপস্থিত নেতা-কর্মীদের মাঝে ছিল উৎসাহ ও উদ্দীপনার স্পষ্ট ছাপ।
এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভাটি নেতাকর্মীদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং দলের ঐক্য ও সংহতির বার্তা দিয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়