ফসলি জমি কেটে পাথর ও বালু উত্তোলন দুজনকে কারাদন্ড

পঞ্চগড় প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১২:৫৪, শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২
ধারনকৃত ছবি

ধারনকৃত ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভজনপুর ও শালবাহান ইউনিয়নে ফসলি জমি কেটে অবৈধভাবে পাথর-বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন শাকিল সালেক (৩৫) ও কাবুল হোসেন (৪১)। এদের মধ্যে শাকিল সালেক ভজনপুরের আব্দুল জলিলের ছেলে ও কাবুল হোসেন শালবাহান ইউনিয়নের গোবরাগছ গ্রামের সলেমান আলীর ছেলে।

 

বুধবার (২১ মে) দুপুর থেকে সন্ধা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত দায়িত্বে থাকা (ভারপ্রাপ্ত) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী। এদের মধ্যে শাকিলকে ৬ মাসের ও কাবুল হোসেনকে ১ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, বুধবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত জেলা প্রশাসকের নির্দেশে তেঁতুলিয়ায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ভজনপুরের ভুতিপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে বালু- পাথর পরিবহনকারী ২টি ট্রাক্টরের ও একটি এক্সকেভেটরের মোট ৪টি ব্যাটারি জব্দ করা হয়।

এসময় অবৈধ ড্রেজারগুলোতে মবিলের লাইনে বালু দিয়ে ইঞ্জিন বিকল করার চেষ্টা করা হয় এবং ঘটনাস্থল থেকে শ্রমিকদের সর্দার শাকিলকে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে বালু পাথর উত্তোলন দায়ে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

অপরদিকে শালবাহানের শালবাগানে ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শ্রমিকদের সর্দার কাবুলকে আটক করা হয়। একই সাথে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের কাজে জড়িত থাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় একটি ট্রাক্টরের ব্যাটারী জব্দ করা হয়। আটককৃত দুজনই শ্রমিক সর্দার বলে জানিয়েছে প্রশাসন।

একই সময়  বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক্টর ও একটি এক্সকেভেটরের ব্যাটারী সহ মোট ৫টি ব্যাটারী জব্দ করে থানা পুলিশের জিম্মায় দেয়া হয়। পরে পুলিশের মাধ্যেমে কারাদন্ড প্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের সময় বিজিবির ভুতিপুকুর বিওপির ক্যাম্প কমান্ডার, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়