মেহরপুরে আমঝুপিতে বিএনপি'র সম্মেলনে সংঘর্ষ, আহত- ১০
রাশেদ খান, মেহেরপুর প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে আমঝুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাউন্সিল শুরু হওয়ার আগেই পদবণ্টন নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। আহতদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, নেতা মনোয়ারুল হোসেন চঞ্চল ও আজিমুল বারি লাভলু। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকা থমথমে। ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।