বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল ২২০ মেট্রিক টন পাট
এস কে দোয়েল , পঞ্চগড় প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন
বিভিন্ন প্রকারের পণ্য আমদানি-রপ্তানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে উত্তরের জেলার পঞ্চগড়ের চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর। নেপালে নিয়মিত আলু রপ্তানির পাশাপাশি রপ্তানি হচ্ছে সোনালী আঁশ খ্যাত পাটও। বন্দরটি দিয়ে এ পর্যন্ত বন্দরটি দিয়ে পাট রপ্তানি হয়েছে ২১ হাজার ৬৯২ মেট্রিক টন।
মঙ্গলবার (২০ মে) দুপুরে বন্দরটি দিয়ে এ অর্থ বছরে ২২০ মেট্রিক টন পাট রপ্তানি হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন।
তিনি জানান, আলুর পাশাপাশি আজ নেপালে ঢাকা নর্থ হাউজ, মের্সাস নেক্সি জুট ট্রেডিং এবং সারতাজ ট্রেড ইন্টান্যাশনাল নামের তিনটি রপ্তানিকারক প্রতিষ্ঠান নেপালে পাট রপ্তানি করছে। এতে করে আলুর পাশাপাশি পাট রপ্তানীতে বন্দরটি দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের ¯িøপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।
এ দিকে প্রতিবেশি দেশ ভারত বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় সেসব পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। তবে এসব পণ্য সীমিত পরিসরে রপ্তানি হওযায় কোন প্রভাব পড়েনি দেশের এই গুরুত্বপূর্ণ স্থলবন্দরটিতে।