তেঁতুলিয়ায় প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার
এস কে দোয়েল, পঞ্চগড় প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (ফেজ-২) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) উপজেলার পরিষদ হলরুমে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় এ সেমিনার।
সেমিনারে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মূল বিষয়ে আলোচনা করেন দিনাজপুর নবাগঞ্জের সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, সহকারি পরিচালক গোলাম ফারুক ও তেঁতুলিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ আল আমিন। এ ছাড়া সেমিনারে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন, সরকার প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে (ফেজ-২) এর নানান উদ্যোগ গ্রহণ করেছে। বংশ পরম্পরায় চলমান এসব জনগোষ্ঠীর জীবনমান আধুনিকায়ন ও সহজীকরণের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।