১২০ টাকায় চাকরি হলো পুলিশে
রাশেদ খান, মেহেরপুর প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
কোনো ঘুষ কিংবা অতিরিক্তসl খরচ ছাড়ায় পুলিশে কনস্টেবল পদে চাকরি হয়েছে ৯ জন তরুণ তরুনীর।
আজ পুলিশ লাইনস চত্তরে ফলাফল প্রকাশের পর আনন্দে উচ্ছসিত হয়ে পড়ে সফল প্রার্থীরা। স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ায় পুলিশে চাকরির সুযোগ পেয়ে খুশি এসব তরুণ-তরুণীরা।
পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম ফলাফল ঘোষণা করলে আনন্দে কেঁদে ফেলেন উত্তীর্ণ প্রার্থীরা।
চলতি বছরের এপ্রিলের ১৬-১৮ তারিখে প্রাথমিক বাছাই, এরপর মে মাসে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন প্রার্থীরা। ৮০০ আবেদনকারীর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৯ জনকে চূড়ান্ত করা হয়। আরও ২ জন রয়েছেন অপেক্ষমাণ তালিকায়। নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগই দিনমজুর, ভ্যানচালক ও মৎস্যজীবী পরিবারের সন্তান।