ওসমান হাদির চিকিৎসকের বাড়িতে কাফনের কাপড় পাঠানোর অভিযোগ

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৪২, বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জন ও ওসমান হাদির চিকিৎসক দলের সদস্য ডা. আব্দুল আহাদ জানিয়েছেন, তার বাড়িতে কাফনের কাপড় পাঠানো হয়েছে। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জন ও ওসমান হাদির চিকিৎসক দলের সদস্য ডা. আব্দুল আহাদ জানিয়েছেন, তার বাড়িতে কাফনের কাপড় পাঠানো হয়েছে। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

ডা. আব্দুল আহাদ বলেন, এখন প্রতিদিন অসংখ্য অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোন ধরতে সাহস পাই না। কল করে হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন পাবলিক গ্রুপে আমার মোবাইল নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাসার সামনেও কাফনের কাপড় রেখে গেছে।

তিনি বলেন, আমরা ভয় পাই না, মৃত্যুকেও ভয় করি না। কিন্তু এসব বিষয়কে গুরুত্ব দিয়ে দেখা দরকার। অপরাধীদের আইনের আওতায় এনে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা গেলে এ ধরনের ঘটনা অনেকটাই কমে আসবে।

চিকিৎসক আরও বলেন, আল্লাহ না করুক, হাদি ভাইয়ের কিছু হলে কয়েকদিন পর মানুষ ভুলে যাবে। আবার নতুন করে আরেকটি এসেনসিয়াল ইস্যু তৈরি হবে।

ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বক্তব্যের জবাবে ডা. আব্দুল আহাদ বলেন, যদি এই  ঘটনাকেও তিনি বিচ্ছিন্ন ঘটনা মনে করেন, তাহলে তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থান সম্পর্কে অবগত নন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়