ইবিতে আইন বিভাগের ‘বিজয় উৎসব’
ইবি প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে 'বিজয় উৎসব' পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উৎসবে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি।
মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে 'বিজয় উৎসব' পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উৎসবে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ একাডেমিক ভবনের ২৩৭ নং কক্ষে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. হালিমা খাতুন ও প্রফেসর ড. নুরুন নাহার
নেতৃত্বে বিজয় উৎসব পালন করা হয়। এসময় বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী সোলায়মান তালুকদার ও ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী নাজমুল করিম অর্নবের সঞ্চালনায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উৎসবের প্রাচীন বাংলার শাসন ও বিচারব্যবস্থা, ব্রিটিশ শাসনামলের আন্দোলন, সংগ্রাম, ১৯৪৭ পরবর্তী আন্দোলন সংগ্রাম, মুক্তিযুদ্ধের সূচনা ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্বীকৃতি বিষয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। পরে বিজয়ী প্রতিযোগীদের ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- জাহিদ হাসান শাকিব (প্রথম), তুহিন (দ্বিতীয়) ও শাওন আলিফ (তৃতীয়)।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এতে দেশাত্মবোধক গান, লোক সংগীত, কবিতা আবৃত্তি ও অভিনয়ে অংশগ্রহণ শিক্ষার্থীরা।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা বলেন, শিক্ষার্থীদের আগামী ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা এনে দেওয়ার উদ্দেশ্যেই এরকম অনুষ্ঠানের আয়োজন করা। এমন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাস, দেশের বিজয় অর্জনের পেছনের সংগ্রাম, চেতনা এবং আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন সব কিছুতে অতি আগ্রহী হয়ে উঠবে। এসময় আগামীতে আরও উৎসব, পড়ালেখার পাশাপাশি বিতর্ক, মুটকোর্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের আশ্বাস তিনি দেন।