কলমাকান্দায় লরির ধাক্কায় ১০ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ আশিক মিয়া, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:৩৭, বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লরির ধাক্কায় সাব্বির হোসেন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত সাব্বির ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লরির ধাক্কায় সাব্বির হোসেন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত সাব্বির ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একটি লরি উত্তরমুখী যাচ্ছিল। এ সময় শিশুসুলভ কৌতূহলবশত সাব্বির লরিটির পেছনে দৌড় দেয়। একপর্যায়ে লরির বডির পেছনে ধাক্কা লেগে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত সাব্বিরকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ তালাত মাহমুদ পিন্টু তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের দাদা শুকুর আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “একটু অসাবধানতার কারণেই আমার নাতিটাকে হারাতে হলো। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল।”

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়