নড়াইলে বিএমএফ এর উপদেষ্টা অবঃ সার্জেন্ট এর মুক্তির দাবীতে মানববন্ধন এলাকাবাসীর

নড়াইল জেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৩:০৭, বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ২২ জ্যৈষ্ঠ ১৪৩২
নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

নড়াইলে সেনাবাহিনীর অবঃ সার্জেন্ট জালালের মুক্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী । বুধবার(৪জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নড়াইল সদরের আগদিয়া এলাকায় জনগনের চলাচলের জন্য একটি সেতু নির্মানে স্থানীয় একটি চক্রের বাধার প্রতিবাদ করেন সার্জেন্ট(অব) জালালউদ্দিন । এর জের ধরে প্রতিপক্ষের মামলায় সোমবার তাকে আটক করে সদর থানা পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। তার প্রতিবাদে আগদিয়া এলাকার সর্বস্তরের জনগন মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তব্য দেন বিশ্ব মাববধিকার ফাউন্ডেশনের   কোর্ডিনেটর মো: হাবিবুর রহমান,নড়াইল জেলার  সভাপতি আব্দুল্লাহ আল বারি,সাধারণ সম্পাদক মোস্তফা মোল্যা প্রমুখ।

উল্লেখ্য অবসরপ্রাপ্ত জালাল উদ্দীন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন নড়াইল জেলা কমিটির সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ।

এভাবে একটি কুচক্রি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মামলা দিয়ে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান জহুরুল ইসলাম তারেক ।তিনি অতি দ্রুত সময়ের মধ্যে মামলা থেকে জালাল উদ্দীন এর নাম প্রত্যাহার করে উক্ত মামলা থেকে তাকে অব্যাহতি দেয়ার জন্যও আহবান জানান ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়