শিক্ষকদের মর্যাদা রক্ষায় রাস্তায় ছাত্ররা

শহিদুল ইসলাম রেদুয়ান || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:৫৬, মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

সারা দেশের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের ছাতকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মূল ফটকের সামনে আল-ফজল ছাত্র সংসদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আল-ফজল ছাত্র সংসদের ভি.পি আবুল হাসান মো. আদনান, এ.ভি.পি মো. আবু বকর, জি.এস জাবের আহমদ ও সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ শুভ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “মানুষ গড়ার কারিগর সম্মানিত শিক্ষকরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে গত ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সে সময় পুলিশ বাহিনী তাদের ওপর যে বর্বরোচিত হামলা চালিয়েছে, তা গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকারের চরম লঙ্ঘন।”

তারা আরও বলেন, “শিক্ষকতাকে আমরা মহান পেশা বলি, কিন্তু বাস্তবে এই পেশার মানুষের মর্যাদা, সম্মান ও ন্যায্য প্রাপ্য আজও অনিশ্চিত। শিক্ষা ও গবেষণায় মনোযোগ দেওয়ার পরিবর্তে শিক্ষকদের রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে— যা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক।”

বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং জানান, এই কর্মসূচি কেবল প্রাথমিক পদক্ষেপ। শিক্ষক নির্যাতনের বিচার না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক যায়েদুল ইসলাম, অফিস সম্পাদক পারভেজ আহমেদ সায়েম, মিডিয়া সম্পাদক মানসুর আহমদ সাগরসহ মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।



 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়