ছাঁটাই হওয়া কর্মীদের ক্ষোভে ভাঙচুর ও অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের বাসে আগুন

হোসেন আলী আকাশ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১১:৫৩, শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

ঢাকার মিরপুরের সেনপাড়া এলাকায় দুর্বৃত্তরা আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে চালক-সহকারীকে মারধর করে নামিয়ে দেয়ার পর বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। যাত্রীরাও নামিয়ে দেওয়া হয় আগে থেকেই। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আলিফ পরিবহন থেকে কিছু কর্মী ছাঁটাই হওয়ায় ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটানো হয়েছে। তবে পুলিশ বলছে, গুলির কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে মামলার প্রক্রিয়া চলছে এবং বিষয়টি তদন্তাধীন।


 

মিরপুর রোডে নিয়মিত যাতায়াত করে আলিফ পরিবহন। প্রতিদিনের মত  শুক্রবার (৩ অক্টোবর) সকালে আলিফ পরিবহনের একটি  বাস যাতায়াতে  সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয় তারা। সেসময় যাত্রীদেরও নামিয়ে দেওয়া হয়। পরে সেই বাস ভাঙচুর করে আগুন দেওয়া হয়।শুক্রবার  সকাল ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তাৎক্ষণিক।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য সূত্রে আরো জানা যায়, আলিফ পরিবহন থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়। যে কারণে ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ এই ঘটনা ঘটিয়েছে।কাফরুল থানার  ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন চলছে।  প্রাথমিকভাবে মনে হচ্ছে— পরিবহনের স্টাফদের নিজেদের মধ্যে  দ্বন্দ্ব রয়েছে, এর কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।  সব বিষয়কে সামনে রেখে আমরা তদন্ত করে যাচ্ছি।

বাসটিতে যখন দুর্বৃত্তরা আগুন দেয়, তখন কি কোনো গুলি করা হয়েছিল কিনা— জানতে চাইলে ওসি বলেন, প্রাথমিকভাবে এমন অভিযোগ করা হয়েছিল। পরে আমরা তদন্ত করে দেখেছি গুলির অভিযোগটি সত্য নয়। এ সময় কোনো ধরনের গুলি করা হয়নি।

বর্তমানে এটি তদন্ত প্রক্রিয়া চলমান।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়