আটপাড়ায় ছাত্রনেতা ইয়াসিন ইবনে জাবিরের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

আটপাড়া প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:০৬, বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

নেত্রকোণার আটপাড়া উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী ব্যাংকের সামনে মঙ্গলবার (০৭ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত  অনুষ্ঠিত হলো একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। এই ক্যাম্পের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও আটপাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ইয়াসিন ইবনে জাবির।

দিনব্যাপী এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে নেত্রকোনা ইসলামী চক্ষু হাসপাতালের ডা. টিটু মিয়া চিকিৎসাসেবা প্রদান করেন। স্থানীয় মানুষজন বিনামূল্যে চোখের চিকিৎসা, চশমা ও ওষুধ পেয়ে অত্যন্ত আনন্দিত হন। দূর-দূরান্ত থেকে শত শত মানুষ চিকিৎসা নিতে এসে উপকৃত হয়েছেন।

আটপাড়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ইকবাল ভূঁইয়া বলেন,

“ছাত্রনেতা ইয়াসিন ইবনে জাবির যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। গরিব-দুঃখী মানুষ ফ্রি চক্ষু সেবা পাচ্ছে, এমনকি প্রয়োজনে অপারেশনও ফ্রিতে করার সুযোগ পাচ্ছে—এটি একটি মানবিক উদ্যোগ।”

আয়োজক ইয়াসিন ইবনে জাবির বলেন,

“আটপাড়া উপজেলার প্রায় ৩ লক্ষ মানুষের বসবাস। অনেক গরিব মানুষ চোখের চিকিৎসা নিতে পারে না। আমাদের নেতার দিকনির্দেশনায় ও তারেক রহমানের ঘোষণার আলোকে আমি চেষ্টা করেছি গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে। এই উদ্যোগের মাধ্যমে তারা যেন বিনামূল্যে চিকিৎসা পেয়ে স্বস্তি পায়, এটাই আমার উদ্দেশ্য।”

দিনভর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পটি আটপাড়া জুড়ে প্রশংসা কুড়িয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়