আটপাড়ায় ছাত্রনেতা ইয়াসিন ইবনে জাবিরের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প
আটপাড়া প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
নেত্রকোণার আটপাড়া উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী ব্যাংকের সামনে মঙ্গলবার (০৭ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত হলো একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। এই ক্যাম্পের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও আটপাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ইয়াসিন ইবনে জাবির।
দিনব্যাপী এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে নেত্রকোনা ইসলামী চক্ষু হাসপাতালের ডা. টিটু মিয়া চিকিৎসাসেবা প্রদান করেন। স্থানীয় মানুষজন বিনামূল্যে চোখের চিকিৎসা, চশমা ও ওষুধ পেয়ে অত্যন্ত আনন্দিত হন। দূর-দূরান্ত থেকে শত শত মানুষ চিকিৎসা নিতে এসে উপকৃত হয়েছেন।
আটপাড়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ইকবাল ভূঁইয়া বলেন,
“ছাত্রনেতা ইয়াসিন ইবনে জাবির যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। গরিব-দুঃখী মানুষ ফ্রি চক্ষু সেবা পাচ্ছে, এমনকি প্রয়োজনে অপারেশনও ফ্রিতে করার সুযোগ পাচ্ছে—এটি একটি মানবিক উদ্যোগ।”
আয়োজক ইয়াসিন ইবনে জাবির বলেন,
“আটপাড়া উপজেলার প্রায় ৩ লক্ষ মানুষের বসবাস। অনেক গরিব মানুষ চোখের চিকিৎসা নিতে পারে না। আমাদের নেতার দিকনির্দেশনায় ও তারেক রহমানের ঘোষণার আলোকে আমি চেষ্টা করেছি গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে। এই উদ্যোগের মাধ্যমে তারা যেন বিনামূল্যে চিকিৎসা পেয়ে স্বস্তি পায়, এটাই আমার উদ্দেশ্য।”
দিনভর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পটি আটপাড়া জুড়ে প্রশংসা কুড়িয়েছে।