রাষ্ট্র মেরামতের ডাক—আটপাড়ায় ছাত্রনেতা মেহেদীর ৩১ দফা প্রচারণা”
আটপাড়া প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশ কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহসভাপতি ও সাবেক জেলা বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ এঁর প্রেরণায় এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম এঁর পক্ষ থেকে তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমানের দেওয়া ৩১ দফা লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। ৭ই অক্টোবর মংগলবার দুপুর ১টায় শুনই নতুন বাজার,স্বল্পশুনই মোড়, সেতুর বাজার, মনসুরপুর বাজার, বাস স্ট্যান্ড, বড় বাজার, তেলিগাতী সহ উপজেলার বিভিন্ন স্থানে , লিফলেট বিতারণ করা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।,এ সময় তুখূর ছাত্রনেতা মেহেদী হাসান আওয়ামী দুঃশাসনে ছাত্রদলের এক সাহসী যোদ্ধা। ছাত্রনেতা মেহেদী হাসান জানান বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতীর সামনে উপস্থাপনের অংশ হিসেবে আমার এই আয়োজন। আগামী দিনে দলের যেকোন নির্দেশনা পালনে সচেষ্ট থাকব ।