সান্দিকোনা ইউনিয়নের নির্বাচনী কমিটি গঠনের প্রোগ্রামকে কেন্দ্র করে জামাত ও যুবদলের মধ্যে মারামারি, আহত ও বিক্ষোভের ঘটনা।

কেন্দুয়ায় জামাতের নির্বাচনী প্রোগ্রামে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সাইফুল আলন দুলাল || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০২:১২, শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

নেত্রকোণার কেন্দুয়ায় সান্দিকোনা ইউনিয়নের পাটুয়াপাড়া মসজিদ সংলগ্ন কোচিং সেন্টারে জামাতের নির্বাচনী কমিটি গঠনের প্রোগ্রাম চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। মারামারিতে সান্দিকোনা ইউনিয়ন জামাতের সহ-সভাপতি মাজহারুল ইসলামসহ যুবদল ও বিএনপির কয়েকজন আহত হন। বিষয়টি নিয়ে দলগুলো একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর দাবি করেন, যুবদলের নেতাদের হামলার কারণে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি, যুবদল ও আওয়ামী লীগ নেতারা জানান, নির্বাচনী প্রোগ্রামের সময়ে তাদের প্রতিবাদে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

নেত্রকোণার কেন্দুয়ায় জামাতের নির্বাচনী কমিটি গঠনের প্রোগ্রামকে কেন্দ্র করে ইউনিয়ন যুবদল ও জামাতের মধ্যে মারামারির ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ অক্টোবর)আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে সান্দিকোনা ইউনিয়নের পাটুয়াপাড়া মসজিদ সংলগ্ন উদ্দীপন কোচিং সেন্টারে মারামারির ঘটনায় এ অভিযোগ উঠে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, মারামরিতে আহত হয়েছেন- সান্দিকোনা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাজহারুল ইসলাম (৫৫) ইতিমধ্যে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে রেফার্ড করা হয়েছে।এছাড়াও চরখিদিরপুরের মো. মুসলেম উদ্দিনের ছেলে জামায়াত কর্মী/সমর্থক নয়ন মিয়া (২৫) এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবুলসহ বেশ কয়েকজন।

জানা গেছে,কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে জামায়াতের প্রোগ্রামে আপত্তি জানানোয় যুবদল নেতা হাবিবকে মারধরের অভিযোগে রাত ৯টায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে জামায়াতের শান্তিপূর্ন নির্বাচনী কমিটি গঠন প্রোগ্রামে ইউনিয়ন যুবদল ও বিএনপির নেতাকর্মীদের অতর্কিত হামলার প্রতিবাদে রাত সাড়ে ৯ টায় উপজেলা সদরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মাহাবুবুর রহমান খান মহসিন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবুলসহ স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, ইউনিয়ন যুবলীগ নেতা রাজ্জাক মিয়া, মতি মিয়া, রফিক, মুসলেম উদ্দিন, মিজানুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল কালামসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে ও তাদের পুনর্বাসনের উদ্দেশ্যে জামায়াতের নির্বাচনী প্রোগ্রাম চলাকালে এর প্রতিবাদ করায় উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়। এতে আমাদের ছাত্রদল ও যুবদলের কয়েকজন আহত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো.ছাদেকুর রহমান বলেন, নির্বাচনী কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলামসহ নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম চলাকালে যুবদল নেতা হাবিবুর রহমান হাবুলের নেতৃত্বে অতর্কিত হামলা চালায় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান, আমরা এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়