কুষ্টিয়া প্রেসক্লাবে সাংবাদিক কালবিকে আওয়ামী দোসর মুন্সী শাহীনের হামলা
নিজস্ব প্রতিবেদক: || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়ায় দৈনিক দেশ তথ্যের স্থানীয় প্রতিনিধি ও দৈনিক কুষ্টিয়ার খবরের সহ-সম্পাদক রফিকুল্লাহ কালবিকে পিটিয়ে মর্মান্তিক আহতের অভিযোগ উঠেছে। সাংবাদিক নামধারী একদল দুর্বৃত্তের বিরুদ্ধে এ অভযোগ উঠেছে।
কুষ্টিয়ায় দৈনিক দেশ তথ্যের স্থানীয় প্রতিনিধি ও দৈনিক কুষ্টিয়ার খবরের সহ-সম্পাদক রফিকুল্লাহ কালবিকে পিটিয়ে মর্মান্তিক আহতের অভিযোগ উঠেছে। সাংবাদিক নামধারী একদল দুর্বৃত্তের বিরুদ্ধে এ অভযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার (৬ অক্টোবর) রাত ৮টায় শহরের কোটপাড়া এলাকা থেকে সাংবাদিক নামধারী একদল দুর্বৃত্ত তাকে ধরে থানাপাড়া এলাকায় কুষ্টিয়া প্রেস ক্লাবের ভেতরে নিয়ে পিটিয়ে আহত করেন। পরে গুরুতর অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজে সিসিইউ তে ভর্তি আছে রফিকউল্লাহ কালবী। ৬ ঘণ্টা ধরে অপারেশন করা হয়েছে। খাদ্যনালি ছিড়ে গেছে। অবস্থা আশংকাজনক। এখনও চিকিৎসকরা নিশ্চিন্ত করতে পারছেন না।
এদিকে কালবির স্ত্রী বলেন, ‘গত কয়েক দিন ধরে আওয়ামী লীগ নেতা সুফী ফারুকের পত্রিকা খবরওয়ালার স্থানীয় আওয়ামী দোসর সাংবাদিক নামধারী মুন্সী শাহীন আহমেদ জুয়েল নামে একজন রফিকুল্লাহ কালবিকে নানাভাবে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। যা রফিকুল্লাহ কালবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছিলেন। এরপর রাতে আওয়ামী দোসর মুন্সী শাহীন আহমেদ জুয়েলের নেতৃত্বে রফিকুল্লাহ কালবিকে পরিকল্পিতভাবে ডাকবাংলো সংলগ্ন কুষ্টিয়া প্রেসক্লাবে তুলে নিয়ে গিয়ে ১২-১৩ জন মিলে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন।
হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল্লাহ কালবি বলেন, আমি কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দিতে গিয়ে ‘সাংবাদিক নামধারী শাহীন আহমেদ জুয়েলসহ আরও কয়েকজন আমাকে তাড়া করে কোটপাড়া এলাকার সনো-২ গলি থেকে ধরে জোর করে মোটরসাইকেলে তোলেন। পরে আমাকে কুষ্টিয়া প্রেস ক্লাবের দোতলায় নিয়ে ১২-১৩ জন মিলে ব্যাপক মারধর করে বাইরে ফেলে দেন।’
এমনকি আমার অভিযোগ কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ গ্রহণ না করে মিমাংসা করে নিতে বলেন।
এ ঘটনায় স্থানীয় নাগরিক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা প্রেস ক্লাবের ভেতরে একজন সাংবাদিককে তুলে নিয়ে হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে হামলাকারী সাংবাদিক নামধারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
সদর থানার ওসি মোশারফ হোসেন বলেন, ‘এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে সাংবাদিক রফিকুল্লাহ কালবির স্ত্রী সারাবনে তহুরা থানায় এসে শাহীন আহমেদ জুয়েলসহ ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।’
এছাড়াও হসপিটালের বিছানার মর্মান্তিক আহত অবস্থা সাংবাদিক রফিকুল্লাহ কালবী প্রশাসনের নিকট আসামীদের নাম উল্লেখ করেন।
এর বরাত ধরে জানা যায় যে, গত ৫ আগষ্ট এর পর থেকেই ভয়েজ অফ কুষ্টিয়া নামক ফেসবুক পেইজ ও আওয়ামী লীগ নেতা সুফী ইবনে ফারুকের পত্রিকা খবরওয়ালার ছত্রছায়া নিয়ে মামলা বাণিজ্য, হামলা সহ একাধিক দুর্নীতি ও চাঁদাবাজীতে লিপ্ত এই মুন্সী শাহীন আহমেদ জুয়েল। নেটিজেনরা বলছেন এধরণের তথাকথিত নামধারী সাংবাদিকদের কারণে কুষ্টিয়া জেলায় সাংবাদিকতার ইতিহাস ঐতিহ্য নষ্ট হওয়ার পথে।
এছাড়াও জানা যায়, ৫ আগষ্টের পরে আওয়ামী নেতা সুফী ফারুকের হয়ে মুন্সী শাহীন আহমেদ জুয়েল আওয়ামী নেতা কর্মীদের পুনর্বাসনের দায়িত্ব নিয়ে কাজ করে চলেছেন, তার প্রমাণ ও মুখ খুলতে যারাই চাই তাঁদেরকেই এভাবে সন্ত্রাসী কায়দায় ধরে এনে হামলা চালাই।
কুষ্টিয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চল পাটিকাবাড়িয়া ইউনিয়ন থেকে উঠে এসে গত কয়েকবছর যাবৎ সাংবাদিকতার ব্যানার ব্যবহার করে সিনিয়র সাংবাদিকদের সম্মান হানি লাঞ্চণা সহ একাধিক অভিযোগ রয়েছে মুন্সী শাহীন আহমেদ জুয়েল এর বিরুদ্ধে।
নেটিজেনরা বলছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সেক্রেটারি আবু জুবায়েদ রিপন এর বাসা বাড়িতে অফিস করে তার নাম ভাঙিয়ে নানান অপকর্মে লিপ্ত হচ্ছে এই মুন্সী শাহীন, এছাড়াও দীর্ঘদিনের ঐতিহ্য মিশ্রিত কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নকেও ২ভাগে বিভক্ত করেছেন এই শাহীন তার সন্ত্রাসী কায়দায়। এই সিন্ডিকেট ভাঙতে আহবান জানান কুষ্টিয়া জেলার সিনিয়র সাংবাদিকরা, নয়তো ভবিষ্যৎ এ কুষ্টিয়া জেলার সাংবাদিক সমাজ কখনোই একত্রিত হয়ে নিরাপত্তার সহিত কর্মসম্পাদনা করতে পারবেননা বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, এ ঘটনার পর সোমবার রাতেই কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবায়েদ রিপন নিজের ফেসবুক পেজে প্রেস ক্লাব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ফেজবুক পোস্টে তিনি বলেন, ‘কুষ্টিয়া প্রেস ক্লাবকে একটি সম্মানজনক জায়গায় দাঁড় করানোর চেষ্টা করেছিলাম। সাংবাদিকদের আস্থার জায়গা হবে কুষ্টিয়া প্রেস ক্লাব,কিন্তু পারলাম না। সব ব্যর্থতার দায় নিয়ে কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলাম। ইনশাল্লাহ আগামীকাল সকালে আমার পদত্যাগপত্র ক্লাবে পৌঁছে যাবে।’