গাংনীতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ
রাশেদ খান মেহেরপুর প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
মেহেরপুরের গাংনীতে পঞ্চম শ্রেণীর এক কন্যা শিশুকে যৌন নির্যাতন ও নির্যাতিত শিশুর পরিবারকে গৃহবন্দি করে রাখার অভিযোগে আব্দুল বাকি মালিথা (৬২) নামের এক ব্যক্তি আটক করেছে গাংনী থানা পুলিশ। সোমবার (৬ অক্টোবর) বিকেলে অবরুদ্ধ ঐ পরিবারকে উদ্ধারসহ ও যৌন নির্যাতনকারীকে আটক করে পুলিশ।
আটক আব্দুল বাকি মালিথা গাংনী উপজেলার ঝোড়াঘাট গ্রামের মৃত. আব্দুল লতিফ মালিথার ছেলে।
যৌন নিপিড়নের শিকার শিশুর পিতা জানান, বৃহস্পতিবারের দিন আব্দুল বাকির বাড়ির ফ্রিজে মাছ রাখতে যাই তার মেয়ে। বাড়িতে কেউ না থাকার সুযোগে জোরপূর্বক যৌন নির্যাতন ধর্ষণ চেষ্টা করে। পরে ওই শিশু বিষয়টি তার বাবা-মাকে জানালে ঘটনাটি জানাজানি হয়। বিষয়টি জানা জানি হলে গ্রাম্য শালিশ বসানো হয়। গ্রাম্য সালিশের মাধ্যমে জোরপূর্বক ১ লাখ ২৫ হাজার টাকা দিয়ে যৌন নির্যাতনকারী আব্দুল আব্দুল বাকী মালিথা বিষয়টি মিমাংসা করতে চান। নির্যাতিত শিশুটির বাবা এতে সম্মত না হয়ে আইনের আশ্রয় নেবার কথা জানায়। এতে আব্দুল আব্দুল বাকী মালিথা ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে
ঐ শিশুর পরিবারকে গৃহবন্দী করে। পরে গ্রামের কিছু লোকজনের মাধ্যমে সোমবার গাংনী থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌছে গৃহবন্দি পরিবারকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত আব্দুল বাকি মালিথা কে আটক করে গাংনী থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুর মা বাদি হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ০৯(৪) ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-০৯, তারিখ-০৬/১০/২০২৫ইং।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ওই শিশুর মা বাদি হয়ে একটি অভিযোগ দিয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।