খুলনায় ২২ তলার সামনে গোলাপ নামের যুবক নিহত আটক ১

খুলনা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:৪৭, সোমবার, ২৬ মে, ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
ধারনকৃত ছবি

ধারনকৃত ছবি

নগরীর কেডিএ এভিনিউ (এমএ বারী সড়ক) ২২তলার সামনে ২৬ মে দিবাগত রাত সাড়ে ১২ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোলাপ (২৫) নামে যুবক নিহত হয়েছে।

ঘটনা জানা যায়, গতকাল রাত সাড়ে ১২ টার সময় চিল্লাপাল্লা শুনে লোকজন জড়ো হয়। সেখানে যেয়ে তারা দেখতে পান ধারালো অস্ত্রের আঘাতে  একজন যুবককে কুপিয়ে রাস্তায় ফেলে কিছু সন্ত্রাসী পালিয়ে যায়।

মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রিপন জানান, রাত ১ টার সময় ১০-১১ জন অল্প বয়সী যুবক এই রক্তাক্ত অবস্থায়  ছুরি আঘাতপ্রাপ্ত  ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগে নিয়ে আসে পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। নাইম নামে এক যুবক তার পরিচয় দিয়ে ইমারজেন্সিতে রক্তাক্ত অবস্থায় ভর্তি করে। মৃত ঘোষণা হওয়ার কিছুক্ষণ পর যারা এখানে ছিল সকলে পালিয়ে যায়। জানা যায় আলী হোসেন এর পুত্র 
গোলাপ।

হত্যার বিষয় সোনাডাঙ্গা থানা থেকে এখনো পর্যন্ত কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়