চীনে পাকিস্তানের রিমোট স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ
আন্তর্জাতিক ডেস্ক || বিএমএফ টেলিভিশন
চীনের সিচুয়ান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত জিচ্যাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাকিস্তানের রিমোট সেন্সিং স্যাটেলাইট PRSS-1 সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।
চীনের সিচুয়ান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত জিচ্যাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাকিস্তানের রিমোট সেন্সিং স্যাটেলাইট PRSS-1 সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সেখানকার স্থানীয় সময় সকাল ১০টায় স্যাটেলাইট উৎক্ষেপণ করানো হয়।
কুয়াইজৌ-১এ (Kuaizhou-1A) ক্যারিয়ার রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা এই স্যাটেলাইটটি তার নির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, স্যাটেলাইটটি মূলত ব্যবহার করা হবে —ভূমি সম্পদ জরিপ, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, প্রতিরোধ ও প্রশমন কাজে।
উৎক্ষেপণের সময়ের ছবি ও ভিডিও প্রকাশ করেছে চীনা সংবাদমাধ্যম, যেখানে দেখা যায়, কুয়াইজৌ-১এ রকেটটি বিশাল গতি নিয়ে আকাশে উঠে যাচ্ছে।
উল্লেখ্য, PRSS-1 হল চীন-পাকিস্তানের মধ্যে মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতার অংশ হিসেবে উৎক্ষেপণকৃত একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট, যা দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের আরও এক ধাপ অগ্রসর হওয়ার ইঙ্গিত বহন করে।