মেহেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:৫৮, রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

"পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি" প্রতিপাদ্যকে সমনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন মেহেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগ।

"পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি" প্রতিপাদ্যকে সমনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন মেহেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগ।

রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, সহকারী কমিশনার শেখ তৌহিদুল কবীর, জেলা শিক্ষা অফিসার হজরত আলীসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ। সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় ১৭টি স্টলে ফলজ, বনজ ও ঔষধি গছের চারা শোভা পাচ্ছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়