১ কিলোমিটার রাস্তা পাকাকরণের মাধ্যমেই দূর হবে বালিয়াপাড়ার জনগণের ভোগান্তি
কুষ্টিয়া প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের শত শত মানুষ প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন মাত্র ১ কিলোমিটার কাঁচা রাস্তার কারণে। গ্রামীণ কৃষি অর্থনীতির মূল চালিকাশক্তি এই রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। বর্ষাকালে রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে ওঠে।
বালিয়াপাড়া-গোবিন্দপুকুর মাঠের এই কাঁচা রাস্তা দিয়েই এলাকার প্রান্তিক কৃষকেরা তাদের উৎপাদিত ফসল—পাট, ধান, সবজি প্রভৃতি বাড়িতে নিয়ে আসেন। অথচ, বর্ষার সময় গাড়ীর চাকার অর্ধেক পর্যন্ত কাদায় দেবে যাওয়ার ফলে গরু-মহিষের গাড়িও চলতে পারে না। ফলে ফসল মাঠেই নষ্ট হয়, আর কৃষকদের পড়তে হয় আর্থিক সংকটে। ভুক্তভোগী কৃষক হোসেন আলী জানান, "আমরা পাট কেটেছি ঠিকই, কিন্তু রাস্তার অবস্থা এতই খারাপ যে কেউ গাড়ি দিতে চায় না। বাধ্য হয়ে পাট মাথায় করেই বাড়ি নিতে হচ্ছে।"অন্যদিকে স্থানীয় বাসিন্দা তৈয়ব মন্ডল বলেন, “এই রাস্তাটি ছাড়া আর কোনো বিকল্প পথ নেই।কেউ কেউ চার-পাঁচ কিলোমিটার ঘুরে বাজারে যেতে বাধ্য হচ্ছেন।”স্থানীয়দের অভিযোগ, দেশের নানা প্রান্তে যেখানে রাস্তাঘাট নির্মাণ হয়েছে সেখানে প্রয়োজন না থাকলেও উন্নয়ন হয়েছে। অথচ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি আজও নির্মাণের অপেক্ষায়। গ্রামবাসীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কুষ্টিয়া জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "এই রাস্তা দ্রুত পাকা করা না হলে আমাদের কৃষিকাজ ধ্বংস হয়ে যাবে। সরকারের উচিত আমাদের মতো প্রান্তিক কৃষকের সমস্যার প্রতি দৃষ্টি দেওয়া।