গোপালপুরে কৃষকের কলা গাছ কেটে বিনষ্ট লক্ষাধিক টাকার ক্ষতি স্থানীয় শত্রুতার জেরে নিঃস্ব কৃষক মো. শাহিন
মোঃ নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বানিপাড়া গ্রামে পারিবারিক শত্রুতার জেরে এক কৃষকের স্বপ্ন মুহূর্তেই ধুলিসাৎ হয়ে গেছে। স্থানীয় কৃষক মোঃ শাহিন তাঁর ৫৬ শতাংশ জমিতে কলার চাষ করেছিলেন। বহু শ্রম ও অর্থ বিনিয়োগ করে গড়ে তোলা এই বাগান একদিনে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বানিপাড়া গ্রামে পারিবারিক শত্রুতার জেরে এক কৃষকের স্বপ্ন মুহূর্তেই ধুলিসাৎ হয়ে গেছে। স্থানীয় কৃষক মোঃ শাহিন তাঁর ৫৬ শতাংশ জমিতে কলার চাষ করেছিলেন। বহু শ্রম ও অর্থ বিনিয়োগ করে গড়ে তোলা এই বাগান একদিনে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩১ জুলাই বুধবার রাতের আঁধারে কে বা কারা পরিকল্পিতভাবে কলাগাছ কেটে বিনষ্ট করে। এতে কৃষক শাহিনের লক্ষাধিক টাকার ক্ষতি হয়। বাগানের গাছগুলোর বেশিরভাগই ছিল ফল আসার অপেক্ষায়, কেউ কেউ বলছেন বাজারে গেলে প্রতি কাঁদি থেকে ভালো দামে বিক্রি হতো।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. শাহিন জানান, আমার সব শেষ। বহু কষ্টে চারা লাগাইছিলাম, সার, পানি, সময় দিয়া পরিচর্যা করছিলাম। হঠাৎ একরাতে সব শেষ। আমি এখন নিঃস্ব।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় কৃষক ও প্রতিবেশীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে হেমনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ওমর হোসেন মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এভাবে কৃষকের কষ্টার্জিত ফসল বিনষ্ট করার ঘটনা শুধু একটি পরিবার নয়, গোটা সমাজের জন্যই উদ্বেগজনক বার্তা বহন করে। দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।