নিলামে ১০ লাখ টাকায় বিক্রি মাইকেল জ্যাকসনের ব্যবহৃত মোজা

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০৪, শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসনের ১৯৯৭ সালের এক কনসার্টে পরা একটি স্ফটিকোলঙ্কার খচিত মোজা নিলামে বিক্রি হয়েছে ৮ হাজার ডলারে (প্রায় ১০ লাখ টাকা)। গত বুধবার (৩০ জুলাই) ফ্রান্সে আয়োজিত এক নিলাম অনুষ্ঠানে মোজা জোড়া বিক্রি হয়।

‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসনের ১৯৯৭ সালের এক কনসার্টে পরা একটি স্ফটিকোলঙ্কার খচিত মোজা নিলামে বিক্রি হয়েছে ৮ হাজার ডলারে (প্রায় ১০ লাখ টাকা)। গত বুধবার (৩০ জুলাই) ফ্রান্সে আয়োজিত এক নিলাম অনুষ্ঠানে মোজা জোড়া বিক্রি হয়।

নিলাম আয়োজকরা একে বর্ণনা করেছেন ‘একটি সাংস্কৃতিক প্রতীক, জ্যাকসন ভক্তদের জন্য এক ধরনের পূজ্য বস্তু’ হিসেবে।

নিম শহরের কনসার্টের পর মাইকেল জ্যাকসনের ড্রেসিং রুমের পাশে পরিত্যক্ত অবস্থায় মোজাটি খুঁজে পান এক টেকনিশিয়ান, জানায় নিলাম প্রতিষ্ঠানটির মুখপাত্র অরোর ইলি।

মোজাটি ছিল অফ-হোয়াইট রঙের, যেটি ‘হিস্টোরি ওয়ার্ল্ড ট্যুর’ চলাকালীন জ্যাকসন পরতেন। এই স্ফটিক খচিত অ্যাথলেটিক মোজাটি জ্যাকসনের বিখ্যাত গান ‘বিলি জিন’-এ তার পারফরম্যান্সের ভিডিওতেও দেখা যায়।

কয়েক দশক পার হওয়ার পর মোজাটিতে দাগ জমেছে এবং স্ফটিকগুলোতে বয়সের ছাপ পড়েছে বলে interencheres.com ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে।

মূলত ৩ হাজার থেকে ৪ হাজার ইউরোর মধ্যে এর মূল্য নির্ধারণ করা হলেও, নিলামে এটি বিক্রি হয় ৭ হাজার ৬৮৮ ইউরোতে (প্রায় ৮ হাজার ৮২২ ডলার)।

এর আগেও মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত সংগ্রহ থেকে মূল্যবান বস্তু নিলামে উচ্চমূল্যে বিক্রি হয়েছে। ২০০৯ সালে তার প্রথম ‘মুনওয়াক’ পারফরম্যান্সে ব্যবহৃত ঝকঝকে গ্লাভস বিক্রি হয়েছিল ৩ লাখ ৫০ হাজার ডলারে।

২০২৩ সালে প্যারিসে তার ব্যবহৃত একটি হ্যাট বিক্রি হয়েছিল ৮০ হাজার ডলারের বেশি দামে।

মাইকেল জ্যাকসন ২০০৯ সালে ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর এত বছর পরেও তার প্রতি বিশ্বব্যাপী কোটি ভক্তের ভালোবাসা আজও অটুট রয়েছে। আর এ ধরনের নিলামে প্রমাণ মেলে তিনি কতটা স্থায়ী প্রভাব রেখে গেছেন পপ-সংস্কৃতিতে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়