শিশু শিক্ষার্থীদের রক্ষায় আত্মদান করেছেন মেহেরিন চৌধুরী: মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার সময় শিশু শিক্ষার্থীদের জীবন রক্ষায় আত্মোৎসর্গকারী শিক্ষিকা মেহেরিন চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন এক মহীয়সী নারী। তার আত্মদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার সময় শিশু শিক্ষার্থীদের জীবন রক্ষায় আত্মোৎসর্গকারী শিক্ষিকা মেহেরিন চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন এক মহীয়সী নারী। তার আত্মদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে মরহুমার বাসভবনে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, এই দেশের ইতিহাসে যে কয়জন মহান নারীর নাম লেখা হয়েছে, মেহেরিন চৌধুরী তাদের কাতারে স্থান পাবেন। সকলেই একদিন পৃথিবী থেকে চলে যাবেন, কিন্তু তার এই আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আরও বলেন, তার বাসায় এসে বুঝতে পারলাম—তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না বরং ছিলেন সততা ও নৈতিকতার জীবন্ত দৃষ্টান্ত।
মির্জা আব্বাসের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন মেহেরিন চৌধুরীর স্বামী মনসুর হেলাল, তাদের বড় ছেলে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এম এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন, উত্তরা পশ্চিম থানা বিএনপির মোঃ আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, জাকির তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের পাশে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই মুহূর্তে শিশু শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে গিয়ে মেহেরীন চৌধুরী গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন। তার এই আত্মত্যাগ সারাদেশে গভীর শ্রদ্ধা ও আবেগের জন্ম দিয়েছে।